Naorem Mahesh Singh: সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মহেশের

গত ১৬ নভেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের বিপক্ষে জয় পেয়েছে ভারতীয় ফুটবল দল। একটি মাত্র গোল হয়েছে সেই ম্যাচে। ছাংতের ক্রস…

naorem mahesh

গত ১৬ নভেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের বিপক্ষে জয় পেয়েছে ভারতীয় ফুটবল দল। একটি মাত্র গোল হয়েছে সেই ম্যাচে। ছাংতের ক্রস থেকে সেই গোল করেন তরুণ তারকা মনবীর সিং। বলতে গেলে এই ম্যাচের হিরো তিনিই। ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতে যতবার কুয়েতে খেলতে এসেছে ভারতীয় ফুটবল দল প্রত্যেকবার পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে তাদেরকে।

অবশেষে গতকাল তৈরি হয় এক নয়া রেকর্ড। প্রথমবার কুয়েতের মাটিতে জয় ছিনিয়ে নেয় ইগর স্টিমাচের ছেলেরা। যা নিঃসন্দেহে বিরাট গর্বের বিষয়। এবার মিশন কাতার। সব ঠিকঠাক থাকলে কোয়ালিফায়ার রাউন্ডের পরবর্তী ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি হতে হবে সুনীল ছেত্রীর ভারতকে। যা নিঃসন্দেহে বড়সড় চ্যালেঞ্জ সকলের কাছে।

উল্লেখ্য, গত ম্যাচে আফগানিস্তানকে গোলের মালা পড়িয়েছে কাতার। এক কথায় বলতে গেলে আত্মবিশ্বাসের তুঙ্গে এই ফুটবল দল। তাই পরবর্তী ম্যাচ যে খুব একটা সহজ হবে না ছাংতে মহেশদের তা কিন্তু বলাই চলে। তবে পরবর্তী ম্যাচে ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে হওয়ার দরুণ কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে ব্লু টাইগার্স। কিন্তু তা আদৌ দলের পারফরম্যান্সের ক্ষেত্রে কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার বিষয়। তবে ৮ গোল দেওয়া কাতার যে সহজে হার মানবে তা বলাই চলে। তবে গতকাল কুয়েতের ঘরের মাঠে ম্যাচ থাকলেও ভারতীয় দলের সমর্থকদের উন্মাদনা যথেষ্ট মুগ্ধ করেছে সকলকে। সেই নিয়েই এবার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নেটমাধ্যমে নিজের মন্তব্য তুলে ধরলেন লাল-হলুদ তারকা নাওরেম মহেশ সিং।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by East Bengal FC (@eastbengalfootballclub)

তিনি লেখেন, ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা যথেষ্ট অনুকূল থেকেছে আমাদের দলের পক্ষে। এক্ষেত্রে আমাদের অ্যাওয়ে ম্যাচে উপস্থিত থাকা সকল ভারতীয় দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সামনে আরও অনেকটাই এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সর্বদাই আমরা আমাদের সেরা পারফরম্যান্স তুলে ধরার জন্য বধ্যপরিকর।