Refereeing Controversy: রেফারিং নিয়ে সন্তুষ্ট ইভান ভুকোমানোভিচ? জানালেন এবার

Refereeing Controversy: আগামীকাল যুবভারতী স্টেডিয়ামে নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স। প্রতিপক্ষ হিসেবে রয়েছে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান সুপারজায়ান্টস। এক কথায় বলতে লিগে আগামীকাল…

Ivan Vukomanovic

Refereeing Controversy: আগামীকাল যুবভারতী স্টেডিয়ামে নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স। প্রতিপক্ষ হিসেবে রয়েছে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান সুপারজায়ান্টস। এক কথায় বলতে লিগে আগামীকাল লিগের শীর্ষস্থান ছোঁয়ার লড়াই প্রীতম কোটালদের। তবে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল যে কতটা শক্তিশালী হতে পারে সেই বিষয়ে সকলেই জানে।

তাই এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে। তবে এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ ইভান ভুকোমানোভিচ। তবে এই ম্যাচের দিকে বিশেষ করে সকলের নজর থাকবে সবুজ-মেরুনের প্রাক্তন দুই ফুটবলারদের দিকে। যাদের মধ্যে রয়েছেন মোহনবাগান দলের গতবারের অধিনায়ক প্রীতম কোটাল এবং আরেক প্রাক্তন তারকা প্রবীর দাস।

একটা সময় সবুজ-মেরুন জার্সিতে ময়দান কাঁপিয়েছেন দুজনেই। যাদের সামাল দিতে কালঘাম ছুটে যেত প্রতিপক্ষ ফুটবল দলগুলোর। তবে সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি। রিলিজ পেয়ে অন্যদলে যোগ দিতে হয়েছে তাদের। বর্তমানে দুজনেই এবার দক্ষিণের এই ফুটবল দলে। উল্লেখ্য, চলতি মরশুম শুরু হওয়ার আগে এই কেরালা দল থেকেই একের পর এক তারকা ফুটবলারদের ছিনিয়ে নিয়েছে অন্যান্য দলগুলি। তারপর এই দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিশেষজ্ঞ মহলের একটা বিরাট অংশের। তবুও বর্তমানে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাবড় তাবড় দলগুলিকে পিছনে ফেলে এফসি গোয়ার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে কেরালা। যা দেখে হতবাক সকলেই।

তবে প্রত্যেক ম্যাচেই রেফারিং নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। গত ওডিশা ম্যাচে প্রায় ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হতে হয়েছে ইস্টবেঙ্গল দলকে। অন্যদিকে, মুম্বাই ম্যাচে কার্ড সমস্যা প্রবলভাবে দেখা দিয়েছে মোহনবাগানের ক্ষেত্রে। তাই এই নিয়ে সরগরম কলকাতা ময়দান। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে আসরে নামতে হয়েছে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। তবে ভারতীয় রেফারিং নিয়ে যথেষ্ট ইতিবাচক সুর এবার শোনা গেল কেরালা দলের কোচ ইভান ভুকোমানোভিচের গলায়। তিনি বলেন, এখানকার রেফারিরা যথেষ্ট ভালো। তারা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। আমি আশা করি তারা প্রতি ম্যাচে তারা যথেষ্ট ইতিবাচক হয়ে উঠবে।