শ্রী চৈতন্যর সার্থক উত্তরসূরী মমতা: ব্রাত্য বসু

‘মহাপ্রভুর উত্তরাধিকারী মমতাই’ এই চাঞ্চল্যকর দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, ‘চৈতন্যর যদি কোনও সার্থক উত্তরসূরী এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়’…

mamata banerjee

‘মহাপ্রভুর উত্তরাধিকারী মমতাই’ এই চাঞ্চল্যকর দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, ‘চৈতন্যর যদি কোনও সার্থক উত্তরসূরী এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়’ (Mamata Banerjee)। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্ক চলছে।

প্রতিবছরই শীতের সময়ে পিঠে পুলি উৎসব হয় পূর্ব বর্ধমানে পূর্বস্থলীতে। এবছরও সেই রীতির নড়চড় নেই। সেই উৎসবেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘চৈতন্যদেব সর্বধর্ম সমণ্বয়ের কথা বলতেন, সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলতেন। মমতা সবাইকে সঙ্গে নিয়ে চলেন। বিভাজনের রাজনীতি,মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্যর যদি কোনও সার্থক উত্তরসূরী এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়’।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পরে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা তো জানতাম মা সারদা। এর আগে তো সেটাই শুনেছিলাম। মন্ত্রী দিনক্ষণ সমস্ত দিয়ে বলে দিলেন, তিনিই মা সারদা। পুর্নজন্ম হয়েছে। এখন আবার শ্রী চৈতন্য়ের কথা ব্রাত্য বসু বলছেন। একটাই কথা বলতে পারি, ব্রাত্য় বসুর চৈতন্য হোক’।

এই বিষয়ে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আক্ষেপ, ‘শ্রী চৈতন্যদেবের উত্তরাধিকারী যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় হন, তাহলে শ্রী চৈতন্য বলে কেউ ছিল, এটা বিশ্বাস করতে ইচ্ছা করছে না। সংশোধন করা দরকার। তৃণমূলে যদি এখনও দু-চারটে ভদ্রলোক থাকে, তাঁদের মধ্যে ব্রাত্য় বসু তো বটেই। তার অধঃপতন দেখে খারাপ লাগছে’।