Daniel Chima : ইস্টবেঙ্গল রিলিজ করতেই চিমাকে লুফে নিল ISL-এর অন্য ক্লাব

কিছুক্ষণ আগেই এসসি ইস্টবেঙ্গল থেকে রিলিজ পেয়েছেন সরকারিভাবে। ড্যানিয়েল চিমা চুকুউর  (Daniel Chima) বিদায় ঘন্টার পরেই শোনা গেল অন্য খবর। দরজা খুলে গিয়েছে আইএসএল- এর…

Daniel Chima

কিছুক্ষণ আগেই এসসি ইস্টবেঙ্গল থেকে রিলিজ পেয়েছেন সরকারিভাবে। ড্যানিয়েল চিমা চুকুউর  (Daniel Chima) বিদায় ঘন্টার পরেই শোনা গেল অন্য খবর। দরজা খুলে গিয়েছে আইএসএল- এর (ISL) অন্য দলের। রতন টাটার দলে প্রবেশ করলেন চিমা। 

চিমাকে দলে নেওয়ার পর প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জামসেদপুরের পক্ষ থেকে। বাকি মরশুমের জন্য দলে নেওয়া হয়েছে নাইজেরিয়ার এই স্ট্রাইকারকে। উচ্ছ্বসিত কোচ ওয়েন কোয়েল বলেছেন, ‘চিমাকে দলে পেয়ে আমি খুবই আনন্দিত। লিগের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে জামসেদপুর। চিমার মতো একজন টিম প্লেয়ার আমাদের দরকার ছিল। একজন দক্ষ ফুটবলার হিসেবে ও নিজেকে প্রমাণ করেছে। নতুন ফুটবলার রিক্রুট করার সময় চিমা-ই ছিল আমার প্রথম পছন্দ।’

কোভিড পরিস্থিতির কারণে এখনই জামসেদপুরের হয়ে অনুশীলন নামতে পারবেন না উয়েফা খেলা এই স্ট্রাইকার৷ আপাতত থাকতে হবে কোয়ারিন্টিনে। নতুন দলে সই করে চিমে জানিয়েছেন, ‘জামসেদপুর এফসিতে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত। আমার প্রতি আস্থা দেখানোর জন্য আমি টিম ম্যানেজমেন্ট এবং কোচের কাছে কৃতজ্ঞ। নিজের সেরাটাই মেলে ধরার চেষ্টা করবো। দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।’

ক্লাব এবং জামসেদপুরের কোচ খুশির বার্তা শোনালেও, সমর্থকদের একাংশ মোটেও খুশি নন। কারণ ইসসি ইস্টবেঙ্গলে চুকুউর পারফরম্যান্স কী, সেটা তাঁরা জানেন। ওলে গানার সুলজায়েরের ছাত্রকে সই করিয়ে সাড়া ফেলে দিয়েছিল লাল-হলুদ। কিন্তু কলকাতার এই ক্লাবে তিনি একেবারে ফ্লপ। গোল করার জুতো জোড়া রেখে আসতেন লকার রুমেই।