Mohammedan SC: নতুন স্পনসর সাদা-কালো শিবিরে, চিনে নিন

গত জুন মাসে সকল জল্পনার অবসান ঘটিয়ে নয়া ফুটবল মরশুমের জন্য মূল ইনভেস্টর হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বাঙ্কারহিল। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দলের এই…

Mohammedan SC Secures Thrilling 2-1 Victory Against Peerless in Football Match

গত জুন মাসে সকল জল্পনার অবসান ঘটিয়ে নয়া ফুটবল মরশুমের জন্য মূল ইনভেস্টর হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছিল বাঙ্কারহিল। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দলের এই ইনভেস্টরদের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে বিবাদে জড়িয়ে ছিলেন ক্লাব কর্তারা। সেকারনে, তাদের চলে যাওয়ার কথা ও শোনা যেতে থাকে ক্লাব তাঁবু থেকে।

এমনকি সেই সম্পর্কিত একটি বিশেষ মেইল ও পাঠানো হয় সাদা-কালো শিবিরে। যারফলে, বাঙ্কারহিলের যাওয়ার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত ছিল। তবে কোনো মতেই হাল ছাড়েননি ক্লাব কর্তারা। বিরাট আলোচনার সাপেক্ষে গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার ভাবনা ছিল তাদের।সেখানেই পড়েছিল শিলমোহর।

যারফলে, আরও কয়েক বছর রেড রোডের এই ক্লাব তাঁবুর আইলিগের দায়িত্বে রয়েছে দীপক কুমার সিংয়ের বাঙ্কারহিল। তবে শেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে একটা সময় উভয় পক্ষের মধ্যে জোর বিবাদ দেখা গেলেও বর্তমানে মিটে গিয়েছে সেই সংক্রান্ত সমস্যা। বিশেষ সূত্র মারফত খবর, মোট ৫১ শতাংশ শেয়ার নিজেদের কাছে রেখেছে বাঙ্কারহিল। এক্ষেত্রে আসন্ন ফুটবল লিগে দল নামানোর পাশাপাশি আইলিগ ও পরবর্তীকালে হিরো ইন্ডিয়ান সুপার লিগের খেলার জন্য নয়া সংস্থার সঙ্গে জোট বাঁধতে পারে এই সংস্থা। তবে তার আগে ম্যানেজমেন্টের নির্দেশ মতো তৈরি করা হয় ফুটবল দল।

এসবের মাঝেই এবার নিজেদের টাইটেল স্পনসর খুঁজে পেল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন। নতুন মরশুমের জন্য কলকাতার এই প্রধানের টাইটেল স্পনসর হিসেবে আসতে চলেছে অপিনিয়ন এজ। আসন্ন আইলিগ মরশুমে সাদা-কালো জার্সিতে দেখা মিলবে তাদের লোগো।