East Bengal: সেরা ছয়ে থাকার সম্ভাবনার শেষ আশা ছাড়লেন খোদ কোচ কনস্টানটাইন

ইস্টবেঙ্গলের (East Bengal) শেষ ম‍্যাচে হারের পর একাধিক প্রশ্ন উঠেছে। অনেকে সরাস‍রি প্রশ্ন তুলেছে কেনো এতো পরিমাণ অযোগ্য ফুটবলার দের সুযোগ দিচ্ছেন লাল-হলুদ কোচ।

Stephen Constantine

ইস্টবেঙ্গলের (East Bengal) শেষ ম‍্যাচে হারের পর একাধিক প্রশ্ন উঠেছে। অনেকে সরাস‍রি প্রশ্ন তুলেছে কেনো এতো পরিমাণ অযোগ্য ফুটবলার দের সুযোগ দিচ্ছেন লাল-হলুদ কোচ। যখন তার দলে আরও বিকল্প আছে।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম‍্যাচে একেবারেই ভালো ফুটবল খেলতে পারেনি ইস্টবেঙ্গল। বলা যায় যে ফুটবল খেলেছে ,ঠিক তেমন ফলাফলটাই পেয়েছে তারা। অবশ্য বেশ কিছু সময় গোল করার সুযোগ তৈরি করে ফেলেছিলো ইস্টবেঙ্গল। কিন্তু তাদের আক্রমণ ভাগের ফুটবলাররা সেই সুযোগ কাছে লাগাতে পারেননি।

আরও পড়ুন: Stephen Constantine: টিমের পারফর্মেন্স খারাপে নানা অজুহাত দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ

এই ম‍্যাচের পর হতাশ ইস্টবেঙ্গল কোচ কনস্টানটাইন বলেছেন, যদি কেউ ভেবে থাকে ইস্টবেঙ্গল সেরা ছয়ের মধ্যে থাকবে তাহলে সেটা সম্ভব নয়। কারণ তার দাবি সেই মানের ফুটবলার নেই দলে,তবুও ছেলেরা নিজেদের সাধ‍্যমতো চেষ্টা করছে। তবে এই মরশুমে না পারলেও পরের মরশুমে ঘুরে দাড়ানোর ব‍্যাপারে আশাবাদী স্টিফেন। তিনি আশাবাদী পরের মরশুমে সেরা ছয় থাকার ব‍্যাপারে।

আরও পড়ুন: East Bengal: অঙ্কিত মুখার্জিকে শো-কজ করল ইস্টবেঙ্গল

দলের হারের কারণ হিসেবে গোল করার সুযোগ গুলো কাজে না লাগানোর বিষয়টি তুলে ধরার পাশাপাশি রেফারির দিকে খানিকটা অভিযোগ আছে তার। রেফারি বাশি না বাজানোর আগেই শট নেওয়া হয়। এবং সেখান থেকে গোল হজম করে ইস্টবেঙ্গল। এমন ক্ষেত্রে হলুদ কার্ড দেখানো হয়, কিন্তু এক্ষেত্রে এটিকে গোল বলে গন‍্য করা হয়েছে এমনটাই অভিযোগ স্টিফেনের।

আরও পড়ুন: Tripura Election 2023: ভোট চুরি করতে এলে নাকের মধ্যে ঢ্যাঁসা ঢ্যাঁস…ত্রিপুরা সরগরম

পরের দুই ম‍্যাচে মুম্বাই সিটি এফসি এবং এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। চেন্নাইয়িন ম‍্যাচে হারের রেশ সেই ম‍্যাচ গুলোতে পরে কিনা এখন সেটাই দেখার বিষয়।