Stephen Constantine: টিমের পারফর্মেন্স খারাপে নানা অজুহাত দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ

অনেক আশা-ভরসা করেই গত ফুটবল মরসুমে ইংল্যাণ্ড থেকে ইস্টবেঙ্গল (East Bengal) আমদানি করেছিল স্টিফেন কনস্টানটাইনকে (Stephen Constantine)৷

East Bengal FC Coach Stephen Constantine

অনেক আশা-ভরসা করেই গত ফুটবল মরসুমে ইংল্যাণ্ড থেকে ইস্টবেঙ্গল (East Bengal) আমদানি করেছিল স্টিফেন কনস্টানটাইনকে (Stephen Constantine)৷ লন্ডনের টেমসের তীর থেকে গঙ্গাতীরের কলকাতা ময়দানে পা রাখেন ইংলিশবাবু৷ কিন্তু, তিনি গত মরসুম তো বটেই, এখনও পর্যন্ত আহামরি কিছু করে দেখাতে পারেননি৷ স্বাভাবিকভাবেই স্টেডিয়াম থেকে হতাশ হয়ে ঘরে ফেরা লাল-হলুদ সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে৷ মনের ব্যাথায় তাই বাব বার কোচ বদলের দাবিতে সরব হচ্ছে মশাল-বাহিনির প্রাণ অন্ত সমর্থকরা৷

আরও পড়ুন: Jake Jarvis: প্রথম ম‍্যাচেই নজর কাড়লেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি

   

দলকে ভালো পারফরমেন্স দেওয়াতে না পারলেও, ম্যাচ শেষে সাংবাদিক সন্মেলনে সাফাই দেওয়ার বড় ওস্তাদ স্টিফেন সাহেব৷ তাই শেষ সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘প্রত্যেক বছর বেশি ফুটবলার বদলের পক্ষে আমি নই। চার থেকে পাঁচজন ফুটবলার বদল করতে হয়। লিভারপুলের কোচ ক্লপ সেভাবেই কিন্তু সাফল্য এনে দিয়েছে। ১৪-১৫ জন ফুটবলার আমরা ধরে রাখার চেষ্টা করবো। সুপার কাপে ভালো ফলের চেষ্টা করতে হবে।”

আরও পড়ুন: সম্ভবত পিঠ বাঁচাতেই ইমামিকে খোঁচা দিয়ে বিতর্কিত মন্তব্য ইস্টবেঙ্গল কর্তার

সাহেববাবুর কথার সুত্র ধরেই সমর্থকরা বলছেন, গত মরসুমে তিনি কটা ম্যাচ জেতাতে পেরেছেন৷ আইএসএল, কলকাতা ফুটবল লিগ কিংবা ডুরান্ড কাপ! কোন টুর্নামেন্টে টিমের সাফল্য খুব একটা ভালো নয়৷ পরিসংখ্যান বলছে,

east-bengal team's poor performance

একটা দলের সফলতা পেতে হলে তার কোচের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ।কিন্তু চলতি মরশুমের প্রতি ম্যাোচে হারের পর নিত্য নতুন বাহানা দেখাচ্ছেন লাল হলুদের কোচ, প্রতি দিন নতুন নতুন অজুহাত।

অবশ্য ইস্টবেঙ্গলের ফুটবলাররা যে দারুণ ছন্দে আছে এমনটাও বলা যায় না। এবার ইস্টবেঙ্গলের হয়ে ক্লিটন সিলভা ছাড়া আর কোনও ফুটবলার আশা স্বরূপ ফল দিতে পারেনি। দলের রক্ষণভাগ নিজেদের মেলে ধরতে ব্যীর্থ। গত দুই মরশুমের মতো এই মরশুমেও ব্যএর্থতা জারি ইস্টবেঙ্গলের। প্রতি ম্যানচে খেলা দেখতে এসে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে লাল হলুদ সমর্থকদের।

আরও পড়ুন: ISL : অংকের বিচারে আইএসএলের প্রথম ছয়ে শেষ করা সম্ভব ইস্টবেঙ্গলের

দলের বর্তমান পরিস্থিতি এখন এমন যে আইএসএলের প্রথম ছয় দলের মধ্যে স্থান নিশ্চিত করা এখন কার্যত অসম্ভব ইস্টবেঙ্গলের পক্ষে। অবশ্য্ এর আগেই কনস্টানটাইন বলেছিলেন এই দলের প্রথম ছয়ে স্থান নিশ্চিত করা এখন কার্যত অসম্ভব।তবে আগামী মরশুমের জন্যে ভালো ফলাফলের ব্যাকপারে নিশ্চিত তিনি।

স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গলে কোচের ভূমিকা এবং দলকে জেতানোর ব্যাপারে খুব ভালো কিছু একটা করতে পারেননি৷ তাই সমর্থকদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের একাংশ কোচ বদলের ইচ্ছা প্রকাশ করছেন বলে শোনা যাচ্ছে৷