সম্ভবত পিঠ বাঁচাতেই ইমামিকে খোঁচা দিয়ে বিতর্কিত মন্তব্য ইস্টবেঙ্গল কর্তার

ফাইনালের পর নীতু সরকারের (Nitu Sarkar) কাছে জানতে চাওয়া হয় বর্তমান ইস্টবেঙ্গল দলটাকে নিয়ে ঠিক কি ভাবছেন তিনি।

nitu-sarkar

অবশেষে ট্রফি এল ইস্টবেঙ্গলের ঘরে মেয়েদের হাত ধরে। কন‍্যাশ্রী কাপ জিতলো ইস্টবেঙ্গল। সুরঞ্জনা রাউলের করা একেবারে শেষ মুহূর্তে গোলে শ্রীভুমিকে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। ফাইনালের পর নীতু সরকারের (Nitu Sarkar) কাছে জানতে চাওয়া হয় বর্তমান ইস্টবেঙ্গল দলটাকে নিয়ে ঠিক কি ভাবছেন তিনি।

শুরুতেই তিনি বলেন ইমামি দল গঠনের জন্যে বেশ ভালো চেষ্টা চালিয়েছে।এরপর ইস্টবেঙ্গলের চলতি মরশুমে দল‍ গঠনের ব‍্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, ক্লাব যদি দল গঠন করে খেলায়, তাহলে সেই দল এক থেকে তিনের মধ্যে থাকে। কাউকে আঘাত করার অভিপ্রায় নেই তার, তবে ক্লাব যদি দল গঠন করতো, তাহলে ফুটবল টিমটাও এক থেকে তিনের ভেতর থাকতো বলেই দাবী করেছেন নিতু সরকার। তিনি ইনভেস্টরদের অনুরোধ ক‍রবেন দল গঠনের ব‍্যাপারে আরও যত্নশীল হয়ে ওঠার জন্যে। নিতুর বক্তব্য, একশো বছর ধরে ক্লাবই দলগঠন করার বিষয় গুরু দায়িত্ব পালন করেছে। তাই তাদের হাতেই এই দল গঠনের দায়িত্ব থাকা উচিত বলেই মনে করেন তিনি।

এরপর বিস্ফোরক মন্তব্য করে বসেন নিতু সরকার, যখন তার কাছে জানতে চাওয়া হয় ইস্টবেঙ্গলের কন‍্যাশ্রী কাপ জয় কি অনুপ্রেরণা দেবে ইস্টবেঙ্গলের পুরুষ দলকে, তার সপাটে জবাব কনস্টানটাইনের দলের কোনও অনুপ্রেরণা আছে কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে তার, এমনকি তিনি বলেছেন, সিনিয়র দলের ফুটবলার রা মাঠে এসে এই ম‍্যাচ দেখলেও নিজেদের খুব একটা অনুপ্রাণিত করতে পারতো না। ক্লাবের সমর্থকদের আইএসএল থেকে টিম তুলে নেওয়ার দাবি সম্পর্কেও ওয়াকিবহাল দেবব্রত সরকার।

জানিয়েছেন ইতিমধ্যে এই মর্মে বেশ কিছু চিঠি জমা পড়েছে।তিনি বুঝতে পারছেন না কেনো এমন হচ্ছে ।এখনও অবধি কোয়েস,শ্রী সিমেন্ট কিংবা ইমামি যে দল গঠনের ক্ষেত্রে কোনও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি,সেটা তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। ২০১৭ -১৮ সাল অবধি নিতু সরকার রাই দল গঠন করেছে । ওই সময় আইলিগ চ‍্যাম্পিয়ান না হলেও অন্তত প্রথম দুই তিনের মধ্যে শেষ করতো ইস্টবেঙ্গল  ।আর এখন প্রতি বছর আইএসএলের একেবারে তলানিতে শেষ করছে, এই বিষয়ে নিতুর বক্তব্য , তিনি প্রথমে একজন সমর্থক, আর তাই প্রতি ম‍্যাচেই এই হার গুলোকে মৃত্যুর ঘন্টা বাজার সাথে তুলনা করেছেন তিনি।কিন্তু এরকম ভাবে আর কতদিন ? ইমামিকে ঠুকে এমনটাই বলেছেন নীতু।