Calcutta High Court: নবম ও দশম শিক্ষক পদে ৬১৮ জনের সুপারিশ বাতিল

এবার ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র বাতিল করল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনেই সুপারিশপত্র বাতিল করা হয়েছে

teacher posts have been canceled

শূন্য থেকে দুই পেয়ে প্রায় চার বছর ধরে চাকরি। এবার ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র বাতিল করল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনেই সুপারিশপত্র বাতিল করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের স্ক্যানারে আগে থেকেই ছিল ৯৫২ জন শিক্ষক৷ তার মধ্যে ৬১৮ জনের চাকরি বাতিল করা হয়েছে।

কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক পদে ৬১৮ জনের সুপারিশ বাতিলের নির্দেশ দিল এসএসসি। তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি রাজ্যজুড়ে পাহাড় গড়েছে। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে জেলবন্দী কমিশনের একাধিক প্রাক্তন কর্তারা। বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা৷ এখন সিবিআই তদন্তের পরেই রা প্রকাশ্যে আসতে শুরু করেছে। আগামী দিনে আরও কর্মরত শিক্ষকরা চাকরি হারাতে পারেন। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, গ্রুপ ডি পদে যাদের চাকরি গেছে, এবার তাঁরাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন৷ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছে। যাঁরা মামলা করেছেন, মামলাকারীদের হয়ে সওয়াল করছেন আইনজীবী অরুণাভ ঘোষ, অনিন্দ্য লাহিড়ী এবং পার্থ দেববর্মণ।