Remove ATK: মোহনবাগানের ম‍্যাচ চলাকালীন পড়ল রিমুভ এটিকে স্লোগান

দীর্ঘ তিন বছর ধরে যে আন্দোলন চলছে সেই রিভুম এটিকে (Remove ATK) নিয়ে ফের আরেকবার সোচ্চার হয়ে উঠলো সবুজ-মেরুন সমর্থকরা। খেলা এটিকে মোহনবাগানের শরিক CESC এর সাথে থাকায় হয়তো এতোটা উচ্ছ্বাস দেখা গেছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে।

Remove ATK slogan during Mohun Bagan hockey match

সোমবার ঘরের মাঠে হকি লিগের ম‍্যাচে CESC এর মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। আপাত নিরিখে হকি লিগের ম‍্যাচ হলেও এদিন মাঠে জনতার সমাগম ছিল চোখে পড়ার মতো। অবশ্য তাদের মাঠে আসার কারণ অন‍্য।

দীর্ঘ তিন বছর ধরে যে আন্দোলন চলছে সেই রিভুম এটিকে (Remove ATK) নিয়ে ফের আরেকবার সোচ্চার হয়ে উঠলো সবুজ-মেরুন সমর্থকরা। খেলা এটিকে মোহনবাগানের শরিক CESC এর সাথে থাকায় হয়তো এতোটা উচ্ছ্বাস দেখা গেছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে।এদিন মাঠে এসেছিলেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত।তিনিও সমর্থকদের এই আন্দোলনের দিকে নজর দিয়েছেন।

একদিকে যেমন এটিকে বিরোধীরাও ছিলেন, আবার একদিকে ছিলেন এমন কিছু সমর্থকরা যারা ব‍্যাপারটার সাথে আপোষ করে নিয়েছেন। এদির্ন ‘রিমুভ এটিকে’স্লোগান পড়েছে সবুজ-মেরুন তাঁবুতে।

এদিকে এই বিতর্কের মাঝেও পরবর্তী মরশুমের দল গঠনের কাজ চালাচ্ছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।কোচ জুয়ান ফেরান্দোর জন্যে ভুগতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। ইতিমধ্যে পরবর্তী মরশুমের জন্যে বেশ কিছু কোচের নাম ঘোরাফেরা করছে এটিকে মোহনবাগানে।শোনা যাচ্ছে ৪৬ বছর বয়সী স্প‍্যানিশ কোচ সের্জিও লোবেরার সাথে কথাবার্তা বলা শুরু করেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

সিটি ফুটবল গ্রুপের সাথে লোবেরার চুক্তি একেবারে শেষের পথে‌। তাই লোবেরা কে আনতে তৎপরতা দেখাচ্ছে এটিকে মোহনবাগান।সিটি গ্রুপের সাথে এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের সম্পর্ক খুব একটা ভালো নয়।তাই লোবেরাকে আরও বেশি টাকা দিয়ে যদি চুক্তি বাড়িয়ে নেয় সিটি গ্রুপ, তখন কিন্তু কিছু করার থাকবেনা এটিকে মোহনবাগানের।