Ray Krishna: ওডিশা দলের সঙ্গে যুক্ত হয়ে ‘বিস্ফোরক’ রয়কৃষ্ণা!

হিরো ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে দাপুটে ফুটবলারদের একটি তালিকা তৈরি করা হলে অতি সহজেই সেখানে স্থান করে নেবেন রয়কৃষ্ণা (Ray Krishna)।

Roy Krishna Odisha FC

হিরো ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে দাপুটে ফুটবলারদের একটি তালিকা তৈরি করা হলে অতি সহজেই সেখানে স্থান করে নেবেন রয়কৃষ্ণা (Ray Krishna)। প্রতিপক্ষের রক্ষনে ঝড় তুলে যেকোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের পরিস্থিতি। যারফলে, টুর্নামেন্টের প্রতিটি দলের কাছেই অন্যতম চিন্তার কারন হয়ে উঠেছিলেন ফিজির এই তারকা ফুটবলার। ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলে ও পরবর্তীকালে এটিকে মোহনবাগানে ও খেলেন এই ভরসাযোগ্য তারকা।

তবে সময় বদলের সাথে সাথে জার্সি বদল করেন এই ফুটবলার। যারফলে, সবুজ-মেরুন ছেড়ে একবছরের জন্য বেঙ্গালুরুর পথে পা বাড়ান এই ফুটবলার। সেখানে শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফেরে বেঙ্গালুরু। পরবর্তীতে তাদের হয়ে আইএসএল ফাইনাল খেলে বিষ হেডে একটি গোল ও করেন রয়কৃষ্ণা। যদিও শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকারে তাদের পরাজিত হতে হয় এটিকে মোহনবাগানের কাছে।

তবে এই তারকা ফুটবলারের পারফরম্যান্সে খূশি সকলেই। তবে নতুন মরশুমে তার ভারতে না থাকার কথাই শোনা গিয়েছিল প্রবলভাবে। প্রথমদিকে তার পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে যাওয়ার কথা শোনা গেলেও তা নিয়ে জোড়ালো কোনো সংকেত মেলেনি। আবার অনেকে মনে করেছিলেন যে এবার হয়ত ফের আরেক পুরোনো ক্লাব অকল্যান্ড সিটিতে নাম লেখাবেন এই তারকা।

তবে শেষ পর্যন্ত বদলে গিয়েছে সমস্ত কিছু। সকলের সমস্ত ভাবনাকে ধূলিসাৎ করে শেষ পর্যন্ত সার্জিও লোবেরার ওডিশা এফসিতে সই করেন এই তারকা ফুটবলার। যা দেখে একটা সময় চমকে যায় সকলেই। তবে ওডিশা এফসির এমনতর সাইনিং দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছে সকলেই। যারফলে, আগত ফুটবল মরশুমে মুর্তাজা ফল থেকে শুরু করে আহমেদ জাহুর মতো তারকা ফুটবলারদের সঙ্গেই খেলতে দেখা যাবে এই রয়কৃষ্ণা কে। যা নিঃসন্দেহে বাড়তি শক্তি জোগাবে ওডিশা দলকে।

এই দলের সঙ্গে যুক্ত হয়ে এবার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলকে অনুরোধ দলের পাশে থাকুন। আমরা সকলে মিলে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাব। আমি আশাবাদী এই লড়াইয়ে আপনারা দলের সমর্থকরা আমাদের পাশেই থাকবে।