Training Update: কোচ সহ কবে থেকে অনুশীলন শুরু করবে দুই প্রধান?

Training Update: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস (East Bengal and Mohun Bagan )

East Bengal and Mohun Bagan

Training Update: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস (East Bengal and Mohun Bagan )। গত মরশুমে হিরো আইএসএল জেতার সুবাদে অনেকটাই বেশি আত্মবিশ্বাসী থেকেছে বাগান ব্রিগেড। তাছাড়া দলের অধিকাংশ ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় দল গঠনে খুব একটা সমস্যা দেখা দেয়নি সবুজ-মেরুন শিবিরের।

তবে দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখে অধিনায়ক প্রীতম কোটাল কে ছেড়ে কেরালা ব্লাস্টার্স দল থেকে সাহাল আবদুল সামাদ কে দলে নিয়েছে কলকাতার এই প্রধান। পাশাপাশি দলের রক্ষন ও মাঝমাঠে ও এসেছে বদল। স্লাভকো ডামজানোভিচ ও তিরির মতো ফুটবলারদের রিলিজ দিয়ে দলে আনা হয়েছে দুই ভারতীয় তারকা তথা আনোয়ার আলি ও অনিরুদ্ধ থাপা কে। পাশাপাশি দলের আক্রমণভাগ কে আরো শক্তিশালী করতে জেসন কামিন্সের পাশাপাশি আর্মান্ডো সাদিকুর মতো ফুটবলার কেও চূড়ান্ত করেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার শুধু গোটা দলকে নিয়ে অনুশীলনে নামার অপেক্ষায় ফেরোন্দো।

অন্যদিকে গত মরশুমের হতাশার পর ফের নতুন করে দল গঠনের কাজ সেরেছে ইস্টবেঙ্গল ব্রিগেড। গত মরশুমে দলে থাকা ফুটবলার ক্লেটন সিলভা, নাওরেম মহেশ সিং ও ইভান গঞ্জালেসের মতো ফুটবলার কে রেখে দিয়ে নতুন করে দল গঠনের কাজ শুরু করে ইমামি ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী ভারতীয় তারকাদের মধ্যে থেকে নন্দকুমার শেখর, ইভান ভান্সপল, নিশু কুমার, মন্দার রাও দেশাই ও প্রভসুখন গিলের মতো তারকা ফুটবলারদের কে দলের সঙ্গে যুক্ত করেছে ইস্টবেঙ্গল।

তবে বিদেশি ফুটবলার বাছাইয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল নয়া স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। তার কথা মতোই গত মরশুমে হায়দরাবাদ দলে খেলে আসা অন্যতম দুই তারকা জাভিয়ের সিভেরিও ও বোরহা হেরেরার মতো ফুটবলারদের কে দলে যুক্ত করে ইস্টবেঙ্গল। সেইসাথে দলে আনা হয় সাউল ক্রেসপো কে। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই দলের নতুন বিদেশি ডিফেন্ডারের নাম ঘোষণা করা হবে লাল-হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে। সেইসাথে কোচের প্রয়োজন অনুসারে আনা হতে পারে এক দেশীয় ফরোয়ার্ড কে।

তবে ভিসা সমস্যা দেখা দেওয়ায় বড়সড় ফ্যাক্টর হয়ে উঠেছে আইএসএলের দল গুলির ক্ষেত্রে। যারফলে, বিদেশী ফুটবলার সহ কোচদের আসার ক্ষেত্রে দেখা দিয়েছে একাধিক সমস্যা। নির্ধারিত সময়ের থেকে অনেকটা পিছিয়েই দেশে আসতে হচ্ছে সকলকে। তাই বর্তমানে লাল-হলুদ জুনিয়র দলের কোচ বিনো জর্জের হাত ধরে অনুশীলন চালাচ্ছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল।

অন্যদিকে নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। কিন্তু কবে থেকে কোচ নিয়ে অনুশীলন করবে ময়দানের দুই প্রধান? যতদূর জানা গিয়েছে আগামী ২২ জুলাই থেকে গোটা দল নিয়ে অনুশীলন করার কথা মোহনবাগানের সিনিয়র দলের। অন্যদিকে কয়েকদিন পিছিয়ে আগামী ২৪ কিংবা ২৫ তারিখ থেকে কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করতে পারে ইমামি ইস্টবেঙ্গলের সিনিয়র দল।