Jayprakash Majumdar : ‘বহিরাগত’রাই ডুবিয়েছে বিজেপিকে, মমতা-স্তুতি জয়প্রকাশের

মঙ্গলবার বিকেলে জমে থাকা যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। সাংবাদিক সম্মেলন করে বিজেপির (BJP) নির্বাচনী কৌশলকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন তিনি। সেই সঙ্গে…

Jayprakash Majumdar

মঙ্গলবার বিকেলে জমে থাকা যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। সাংবাদিক সম্মেলন করে বিজেপির (BJP) নির্বাচনী কৌশলকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে প্রশাংসা সূচক বাক্য তাঁর মুখে।

বঙ্গ বিজেপির বিদ্রোহী নেতাদের মধ্যে অন্যতম জয়প্রকাশ মজুমদার। শাস্তি পেয়েছেন তিনি। সোমবার সাময়িক বরখাস্ত করেছে বিজেপি নেতৃত্ব। রীতেশ তিওয়ারিও (Ritesh Tiwari) বরখাস্ত। ক্ষোভ আর চাপা রইল না। আগুনের ওপর থেকে সরে গেল যত ছাই।

‘অনলাইনে কোনো বৈঠকে কথা বলতে গেলে সুযোগ দেওয়া দেওয়া হয় না। কেউ কিছু বলতে গেলে আইটি টিম মাইক অফ করে দেয়।’ সাংবাদিক সম্মেলনে জয়প্রকাশ বলেছেন। বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি ভুল কৌশল অবলম্বন করেছিল বলে মনে করছেন তিনি। ‘কেন্দ্রীয় নেতৃত্বকে অনেক বলার চেষ্টা করেছি। কিন্তু কেউ শোনেননি।’

নির্বাচনী (Election) প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ তত্ত্ব কানে কানে পৌঁছেছিল রাজ্যবাসীর কানে। এবং তৃণমূল তাতে ফল পেয়ে বলেও মজুমদার মনে করছেন। তাঁর কথায়, ‘বাইরের লোকজনই বাংলার বিজেপিকে ডুবিয়েছে।’ দলবদলুদের দলে নিয়েও নেতৃত্ব ভুল করেছেন বলে তিনি মনে করছেন।

নির্বাচনী ময়দান ছাড়াও বিজেপির কৌশলে ত্রুটি আরও গভীর বলে জয়প্রকাশের ধারণা৷ বিজেপি মূলত ‘হাইকোর্ট নির্ভর’ রাজনীতি করেছে বলে সাংবাদিক সম্মেলনে খোলাখুলি বলেছেন পশ্চিমবঙ্গের এই নেতা। তৃণমূল এখানেও টেক্কা দিয়েছে, জানিয়েছেন জয়প্রকাশ- মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামপন্থীদের বিরুদ্ধে লড়ছিলেন, তখন তাঁর লড়াই ছিল মাঠে নেমে। তিনি কখনই আদালতের মুখাপেক্ষী হয়ে অপেক্ষা করেননি।