প্রজাতন্ত্র দিবসের আগেই গ্রেনেড হামলায় কাঁপল কাশ্মীর

গোয়েন্দাদের আশঙ্কাই সত্যি হল, প্রজাতন্ত্র দিবসের আগেই গ্রেনেড হামলায় কেঁপে উঠল কাশ্মীর (Kashmir) উপত্যকা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার শ্রীনগরের (Srinagar) হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড…

গোয়েন্দাদের আশঙ্কাই সত্যি হল, প্রজাতন্ত্র দিবসের আগেই গ্রেনেড হামলায় কেঁপে উঠল কাশ্মীর (Kashmir) উপত্যকা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার শ্রীনগরের (Srinagar) হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড হামলা হয়। হেন ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

এ বিষয়ে কাশ্মীর পুলিশের এক শীর্ষ কর্তা জানান, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর দিকে গ্রেনেড নিক্ষেপ করে এই হামলা চালায়। এই ঘটনায় দুজন নিরাপত্তারক্ষী আহতও হয়েছেন। এছাড়া ৩ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা শ্রীনগরের ছাত্তাবাল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শহরটি লাল চক থেকে কয়েকশো মিটার দূরে অবস্থিত, উপত্যকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রজাতন্ত্র দিবসের একদিন আগে এই হামলা চালানো হল। স্বাভাবিকভাবেই এই হামলা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।

সূত্র বলছে, জঙ্গিরা ওই এলাকায় মোতায়েন থাকা পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে। ঘটনাস্থল থেকে কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি দোকানের সামনের কাচ ভেঙে গেছে, যার বাইরে গ্রেনেডটি সম্ভবত বিস্ফোরিত হয়েছে।