ISL : সম্ভবত ‘রেনেডি মডেলে’ই আস্থা রাখতে পারে এসসি ইস্টবেঙ্গল

গত সোমবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয়ের তকমা ফের সেটে রয়েছে লাল হলুদ জার্সিতে (SC East Bengal)। এফসি…

ISL

গত সোমবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয়ের তকমা ফের সেটে রয়েছে লাল হলুদ জার্সিতে (SC East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশের জোড়া গোলে বহু কাঙ্ক্ষিত সেশনের প্রথম জয়ের মুখ দেখেছিল এসসি ইস্টবেঙ্গল সঙ্গে লাল হলুদ জনতা। ব্যস ওই পর্যন্তই।

গোয়ার বিরুদ্ধে জিতে ISL পয়েন্ট টেবিলে ১০ নম্বরে উঠে ফের নিজামর্স’দের কাছে লজ্জার হারের জেরে ১১ তম স্থানে স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গল।

   

নিজামর্স’দের বিরুদ্ধে বল পজেশন ৪৭%, ৩৭২ টা পাস খেলেছে এসসি ইস্টবেঙ্গল দল। হায়দরাবাদের সাথে পাল্লা দিয়ে আক্রমণে গিয়েছে। কিন্তু বাজেভাবে হারতে হয়েছে।

লাল হলুদ শিবিরের ডিফেন্স লাইন নিয়ে সমর্থকরা সমালোচনা করলেও ডিফেন্স কিন্তু একেবারে জঘন্য খেলেনি। হীরা মণ্ডল শুরু থেকে থাকলে হয়তো সিডোয়েল,অমরজিতের থেকে বেশী এফেক্টিভ হতে পারতো। একমাত্র বার্থোলোমিউ ওগবেচের দ্বিতীয় গোল বাদ দিলে বাকি গোল গুলি ভয়ংকর ডিফেন্সিভ ল্যাপ্স এর ফসল বলে মনে হয়নি।

হায়দরাবাদের হয়ে অঙ্কিতের করা তৃতীয় গোলটার সময় কেউ ভাবেইনি যেন গোলটা হয়ে যাবে। অরিন্দমের ভট্টাচার্যের মত গোল্ডেন গ্লাভস পাওয়া কিপার যদি শুরুতেই ওরম গোল খায় তাহলে দলের আত্মবিশ্বাসে ঘাটতি আসতে বাধ্য। অসমর্থিত সূত্রে খবর, মার্সেলোর আদায় করা পেনাল্টি ফ্রাঞ্জো কেন মারতে গেল তা নিয়েও এসসি ইস্টবেঙ্গল দলের অন্দরমহল জুড়ে চাপা টেনশনের ফল্গুধারা বয়ে চলেছে।

মোটের ওপর ওগবেচের মানের ফরোয়ার্ড নেই লাল হলুদ ব্রিগেডে। ফলে বাকি ISL সেশনটা সম্ভবত ‘রেনেডি মডেলে’ই (লাল হলুদের প্রাক্তন অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং) গোটা ম্যাচ ডিফেন্সিভ খেলে, কাউন্টার অ্যাটাকেই গোল তোলার চেষ্টা করতে দেখা যেতে পারে লাল হলুদ জনতার কাছে এক ম্যাচেই (এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের আনন্দের মুহুর্তে) তকমা জুটে যাওয়া “The real Magician” হেডকোচ মারিও রিভেরাকে।