East Bengal: অঙ্কিত মুখার্জিকে শো-কজ করল ইস্টবেঙ্গল

অঙ্কিত মুখার্জিকে (Ankit Mukherjee) তুলে মহম্মদ রাকিবকে নামান ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইন।

ankit mukherjee

ইন্ডিয়ান সুপার লিগের অন‍্যতম শক্তিশালী দল কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় অঙ্কিত মুখার্জিকে (Ankit Mukherjee) তুলে মহম্মদ রাকিবকে নামান ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইন।এর জেরে রেগে যান অঙ্কিত মুখার্জি।এরপর ছুড়ে ফেলেন লাল হলুদ জার্সি।দলের ফুটবলারের মা সমান জার্সির প্রতি এমন ব‍্যবহার দেখে চরম অখুশি হন সমর্থকরা।বিষয়টি দেখে নারাজ হয়েছিলেন লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন।

পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে পোস্ট দেন অঙ্কিত।সেখানে তিনি লেখেন, ” আমার গত সন্ধ্যার প্রতিক্রিয়া অনেক মানুষ কে আহত করেছে।আমাকে তারা ভুল বুঝেছেন।কিন্তু কখনও আমার ক্লাবের সমর্থকদের অসন্মান করতে চাইনি।আমি খেলায় আঘাত পেয়েছিলাম,তাই কোচ বসিয়ে দিয়েছিলো আমায়।সেই মুহূর্তে রাগের মাথায় কিছু প্রতিক্রিয়া আমি ব‍্যক্ত করেছি ঠিকই তার মানে এই নয় যে আমি কোনও ব্যক্তি বা ক্লাবের বিরুদ্ধে বিষেদগার করেছি।যতোটুকু যা হতে পেরেছি ইস্টবেঙ্গল ক্লাবের জন্যে। এই ক্লাবে আমার ফুটবল কেরিয়ার,আমার গোটা পরিবার ইস্টবেঙ্গলের কাছে কৃতজ্ঞ এবং ঋনি।এই ক্লাবকে অসন্মান করার কথা আমি কল্পনাও করতে পারিনা।১৪ বছর বয়স থেকে আমার স্বত্তায় ইস্টবেঙ্গল এবং আমার প্রানের রং লাল হলুদ।ওই বয়সে আমি অনূর্ধ ১৫ দলের হয়ে খেলেছিলাম।… আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী,ভবিষ্যতে আর কখনও এমন আচড়ন করবোনা যাতে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়।আমাকে মার্জনা করবেন।”

ম‍্যাচের পর লাল হলুদ কোচ সংশ্লিষ্ট ফুটবলারের সাসপেন্ড হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।এরপর বিষয়টি নিয়ে সরগরম চলছিলো ময়দানে, জারি ছিলো চর্চা।জানা গেছে শোকজ করা হয়েছে অঙ্কিত মুখার্জিকে।জবাব তাকে দিতেই হবে এমন আচড়ন করার জন্য।এরপর ক্লাব পরবর্তী সিদ্ধান্ত নেবে।