তিরি নাকি পোগবা, কাকে আগামী মরশুমের জন্যে রেজিস্টার করাবে এটিকে মোহনবাগান, জানুন বিস্তারিত

472
Tiri Pogba
Advertisements

চলতি আইএসএল শুরুর আগে বড়সড় চমক দিয়ে ফ্লোরেন্টিন পোগবাকে দলে নিয়ে এসেছিল এটিকে মোহনবাগান। কিন্তু যে প্রত‍্যাশা নিয়ে পোগবাকে আনা হয়েছিল সেই প্রত‍্যাশা পূরণ করতে পারেননি তিনি। চরম হতাশ হয়েছিল ফ‍্যানেরা। পোগবাকে শুরু থেকেই আনফিট মনে হচ্ছিল। এর ফলে যা হওয়ার ছিলো তাই হয়েছে, টুর্নামেন্টের মাঝপথে পোগবাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

সম্প্রতি পোগবা এটিকে মোহনবাগানের জার্সি গায়ে প্রাক্টিস করার একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এরপর থেকে জোর জল্পনা জারি হয়েছে যে পোগবা কি ফিট হয়ে উঠে ফের চলতি মরশুমেই প্রত‍্যাবর্তন করতে চলেছেন এটিকে মোহনবাগানে।

Advertisements

অবশ্য সমর্থকরা পোগবাকে আর খেলতে দেখতে চান না। তারা চাইছেন তিরির প্রত‍্যাবর্তন। পোগবার সাথে ২০২৪ সাল অবধি চুক্তি রয়েছে ফ্লোরেন্টিন পোগবার। এদিকে চলতি মরশুমের শেষে তিরির সাথে চুক্তি শেষ হচ্ছে এটিকে মোহনবাগানের। এবার প্রশ্ন উঠছে আগামী মরশুমে তিরি নাকি পোগবাকে দলে নেবে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট‌।

Advertisements

পোগবাকে রিলিজ দিতে হলে মোটা অংকের একটা টাকা গুনতে হবে এটিকে মোহনবাগানকে। এরফলে আগামী মরশুমের জন্যে আনরেজিস্টার করে রাখা হবে পোগবাকে। যতদুর শোনা যাচ্ছে তিরিকে নতুন চুক্তি পাঠাবে এটিকে মোহনবাগান।তিরিকেই আগামী মরশুমের জন্যে রেজিস্টার করাবে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

Advertisements