Chennaiyin FC: স্কটিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে চেন্নাইয়িন

শেষ হয়ে গিয়েছে এবারের ফুটবল মরশুম। হিসেব অনুযায়ী আগামী জুলাই মাস থেকে শুরু হবে নতুন মরশুম। তার আগে থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছে প্রত্যেকটি…

Scottish Footballer Connor Shields

শেষ হয়ে গিয়েছে এবারের ফুটবল মরশুম। হিসেব অনুযায়ী আগামী জুলাই মাস থেকে শুরু হবে নতুন মরশুম। তার আগে থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। আইএসএল থেকে শুরু করে আইলিগের দলগুলির মধ্যেও দেখা দিয়েছে চরম ব্যস্ততা। নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নতুন খেলোয়াড়দের দলে আনাই অন্যতম প্রত্যেকের। এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। বিগত কয়েক মরশুম খুব একটা আরামদায়ক না থাকলেও এই ব্রিটিশ কোচের হাত ধরে আবারো ছন্দে ফিরতে শুরু করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

এই সিজনে বহু লড়াইয়ের শেষে প্লে-অফের টিকিট পেয়েছিল চেন্নাইয়িন এফসি। যদিও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু নতুন মরশুমের জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে এই ফুটবল ক্লাবের। সেই অনুযায়ী ঘর গোছানোর কাজ করছে ম্যানেজমেন্ট।

   

অনেক আগে থেকেই শোনা যাচ্ছে, দল ছাড়তে চলেছেন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। সেজন্য, এখন থেকেই মুম্বাই সিটি এফসির গোলরক্ষক মোহম্মদ নাওয়াজকে চূড়ান্ত করার পথে এই ফুটবল দল। বর্তমানে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। এসবের মাঝেই নিজেদের পুরনো ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে এই আইএসএল জয়ী ক্লাব।

সেক্ষেত্রে সবার আগে উঠে এসেছে কনর শিল্ডসের নাম। চলতি মরশুমের প্রথম দিকে আক্রমণ ভাগের শক্তি বাড়াতে এই ফুটবলারকে দলে টেনেছিল চেন্নাইয়িন। কিন্তু খুব একটা হতাশ করেননি এই স্কটিশ ফুটবলার। তবে নিজের সেরা ছন্দে এখনো পর্যন্ত দেখা না গেলেও আগামী মরশুমের জন্য তাকে ভরসা করতে চাইছে এই ফুটবল দল।