ওডিআই বিশ্বকাপের মতো T20 World Cup দেখা যাবে বিনামূল্যে

Disney+ Hotstar বুধবার ঘোষণা করেছে। আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) বিনামূল্যে দেখতে পারবেন ভারতের স্মার্টফোন ব্যবহারকারীরা। গত বছর ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপের…

T20 World Cup Disney+ Hotstar

Disney+ Hotstar বুধবার ঘোষণা করেছে। আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) বিনামূল্যে দেখতে পারবেন ভারতের স্মার্টফোন ব্যবহারকারীরা। গত বছর ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপের সময় এই ফর্ম্যাটটি ব্যবহার করা হয়েছিল। যার ফলে রেকর্ড সংখ্যক দর্শক হয়েছিল অনলাইনে।

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রত্যাশিত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের তিনটি ও ক্যারিবীয় অঞ্চলের ছয়টি ভেন্যুতে ২০টি দল খেতাব জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কয়েকদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে, যা নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের আরো উৎসাহিত করার জন্য যথেষ্ট।

   

Shakib Al Hasan: ভক্তকে ঘাড় ধরে ধাক্কা দিলেন সাকিব, আরেকটু হলেই মেরে দিতেন চড়

অল্পের জন্য ওডিআই বিশ্বকাপ হাতছাড়া করতে হয়েছিল ভারতকে। T20 World Cup জিতে আইসিসি ইভেন্টে ট্রফি খোঁড়া কাটাতে চাইবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরাও। ভারতীয় ক্রিকেট প্রেমীরাও এবার বাড়তি উৎসাহ নিয়ে চোখ রাখতে পারেন পর্দায়।

KKR সমর্থকদের স্বস্তি দিয়ে ভারতে ফিরতে চলেছেন গুরবাজ

ডিজনি + হটস্টার ইন্ডিয়ার প্রধান সাজিথ সিভানন্দন বলেছেন, ‘আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ মোবাইলে বিনামূল্যে অফার করে আমরা ক্রিকেট খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলতে চাই। সারা দেশে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে এবং কোনও ক্রীড়া অ্যাকশন
যাতে মিস না হয় তা নিশ্চিত করার লক্ষ্য আমাদের রয়েছে। মানুষকে একত্রিত করতে ক্রিকেটের চেয়ে ভালো অন্য কোনো খেলা হতে পারে না। গত বছর এশিয়া কাপ এবং আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে আমরা মোবাইলে বিনামূল্যে দু’টি টুর্নামেন্ট অফার করেছিলাম।’