Mohun Bagan SG: বাগানের বিরুদ্ধে জোড়া বিদেশি ডিফেন্ডার খেলানোর ইঙ্গিত এফসি গোয়া কোচের

চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত অপরাজিত এফসি গোয়া। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও ম্যাচ তারা হারেনি। আজ মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) বিরুদ্ধে…

FC Goa

চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত অপরাজিত এফসি গোয়া। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও ম্যাচ তারা হারেনি। আজ মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) বিরুদ্ধে ম্যাচ। প্রতিপক্ষকে সমীহ করছেন এফসি গোয়া কোচ মানালো মার্কেজ। আভাস দিলেন প্রথম একাদশ সম্পর্কে।

অপরাজিত থাকলেও মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সতর্ক এফসি গোয়া। বাগানের বিরুদ্ধে রক্ষণে বাড়তি নজর দিতে পারেন দলের কোচ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এফসি গোয়া কোচ মানালো মার্কেজ বলেছেন, “দুজন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে খেলতে নামার কথা ভেবেছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে পরিকল্পনা অনুযায়ী আমাদের খেলতে হবে।”

মরসুমের শুরুর দিকে মোহন বাগান সুপার জায়ান্ট ধারাবাহিকভাবে ম্যাচ জিতলেও পরে তারা সেই ফর্ম হারিয়েছে। বদল হয়েছে কোচ। তবুও প্রতিপক্ষকে সমীহ করছেন মানালো মার্কেজ। তিনি বলেছেন, “ওদের দলে ছয় থেকে সাতজন এমন ফুটবলার রয়েছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ম্যাচটা অত্যন্ত কঠিন হতে চলেছে।”

একই সঙ্গে কোচ বলেছেন, “প্রত্যেকের ভিন্ন মতামত থাকতেই পারে। হ্যাঁ আমরা অপরাজিত রয়েছি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের বিরুদ্ধে যারা মাঠে নামবে তাদেরও লক্ষ্য পুরো পয়েন্ট অর্জন করা।”