Sam Pitroda: ‘ভারতীয়দের চিনা ও দক্ষিণীদের মতো দেখতে’, কং নেতার মন্তব্যে বিতর্ক

দেশজুড়ে লোকসভা ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন স্যাম পিত্রোদা (Sam Pitroda)। কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা আরও একবার এমন কিছু বললেন যা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড়…

দেশজুড়ে লোকসভা ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন স্যাম পিত্রোদা (Sam Pitroda)। কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা আরও একবার এমন কিছু বললেন যা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। প্রকৃতপক্ষে, স্যাম পিত্রোদা ভারতের বৈচিত্র্য সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন যে পূর্ব ভারতের লোকেদের চীনাদের মতো এবং দক্ষিণ ভারতের লোকেদের আফ্রিকানদের মতো দেখতে।

তিনি আরও বলেন, ‘পশ্চিমের মানুষজনকে আরবি আর উত্তর ভারতীয়দের শ্বেতাঙ্গদের মতো দেখতে। তাতে কিছু যায় আসে না, আমরা সবাই ভাই-বোন।’ সম্প্রতি উত্তরাধিকার কর নিয়ে স্যাম পিত্রোদা মন্তব্য করেছিলেন, পিত্রোদার সেই মন্তব্য নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। পিত্রোদা আরো বলেন, ‘ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের রীতিনীতি, খাদ্য, ধর্ম, ভাষা আলাদা হলেও ভারতের মানুষ একে অপরকে সম্মান করে।’ কংগ্রেস নেতা বলেন, দেশের মানুষ ৭৫ বছর ধরে মনোরম পরিবেশে বসবাস করছেন, কয়েকটি যুদ্ধ বাদে মানুষ একসঙ্গে বসবাস করতে পারে।

   

এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। বেশিরভাগ মানুষ পিত্রোদার মন্তব্যকে ‘রেসিস্ট’ বলেছেন। দেশে লোকসভা নির্বাচন চলছে এবং এই সময়ে কোনও ভুল বিবৃতি যে কোনও দলের জন্য অশান্তির কারণ হতে পারে। অতীতে লিগ্যাসি ট্যাক্স সম্পর্কে স্যাম পিত্রোদা যা বলেছিলেন তার কারণে কংগ্রেসকে প্রচুর অসন্তোষের মুখোমুখি হতে হয়েছিল। এবার আরও একবার বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের সমস্যা আরও একবার বাড়িয়েছেন স্যাম পিত্রোদা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে লিখেছেন, “স্যাম ভাই, আমিও উত্তর-পূর্ব ভারতের মানুষ এবং তা সত্ত্বেও আমাকে একজন ভারতীয়ের মতোই দেখতে। আমরা একটি বৈচিত্র্যময় দেশ, আমরা দেখতে ভিন্ন হতে পারি কিন্তু আমরা সবাই এক। আমাদের দেশ সম্পর্কে একটু বুঝুন।”

অন্যদিকে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘ভারত সম্পর্কে স্যাম পিত্রোদা কী ভাবছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি রাহুল গান্ধীর উপদেষ্টা। এখন বুঝতে পারছি রাহুল গান্ধী কেন আজেবাজে কথা বলেন… এটা হেরে যাওয়ার হতাশার প্রকাশ। ভারত বা তার ঐতিহ্য সম্পর্কে তাদের কোনও ধারণা নেই।’