Mohammedan SC: সুপার কাপের আগেই ধাক্কা, চেন্নাইনের কাছে হারল সাদা-কালো ব্রিগেড

এবারের আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও সুপার কাপে ভালো রেজাল্ট করতে মরিয়া মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। তার আগেই ধাক্কা খেল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।

Chennai City FC celebrates after scoring a goal against Mohammedan SC in a pre-Super Cup friendly match.

আগামী মাসের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট। সুপার কাপ। আইএসএলের পর এখন সেদিকেই নজর সকলের। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। এবারের আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও সুপার কাপে ভালো রেজাল্ট করতে মরিয়া মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। তার আগেই ধাক্কা খেল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।

আজ, রবিবার নিউটাউনের একটি মাঠে চেন্নাইন এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। শেষ পর্যন্ত ৩-২ গোলে চেন্নাইনের কাছে পরাজিত হতে হয় তাদের। প্রথমার্ধে চেন্নাইনের হয়ে গোল করেন কোয়ামে কারিকারি ও রহিম আলি। যারফলে, প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেন্নাইন। তারপর দ্বিতীয়ার্ধে দলের ব্যবধান বাড়ায় দলের তরুন ফরোয়ার্ড শান্তা মেরি। এরফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। জবাবে মহামেডানের হয়ে গোল করেন আবিওয়ালা দাউদা ও মুরজায়েব। তবে শেষরক্ষা হয়নি। নির্ধারিত সময়ের শেষে ১ গোলের ব্যবধানে ম্যাচ হারতে হয় সাদা-কালো ব্রিগেডকে।

উল্লেখ্য, এবারের আইলিগে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি রেড রোডের এই ক্লাব। মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনা কে দলের দায়িত্ব দেওয়া হলেও দলের ফলাফলে খুব একটা খুশি হতে পারেননি মহামেডান কর্তারা। যারফলে, লিগের একেবারে শেষলগ্মে দায়িত্ব তুলে দেওয়া হয় মেহরাজউদ্দিন ওয়াডু কে। তার নেতৃত্বে বেশ কিছুটা ঝলমলে ভাবে আইলিগ অভিযান শেষ করে সাদা-কালো ব্রিগেড। এবার মিশন সুপার কাপ।

আগামী মাসের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট। সুপার কাপ। আইএসএলের পর এখন সেদিকেই নজর সকলের। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। এবারের আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও সুপার কাপে ভালো রেজাল্ট করতে মরিয়া মহামেডান স্পোটিং ক্লাব। তার আগেই ধাক্কা খেল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।

আজ নিউটাউনের একটি মাঠে চেন্নাইন এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। শেষ পর্যন্ত ৩-২ গোলে চেন্নাইনের কাছে পরাজিত হতে হয় তাদের। প্রথমার্ধে চেন্নাইনের হয়ে গোল করেন কোয়ামে কারিকারি ও রহিম আলি। যারফলে, প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেন্নাইন। তারপর দ্বিতীয়ার্ধে দলের ব্যবধান বাড়ায় দলের তরুন ফরোয়ার্ড শান্তা মেরি। এরফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। জবাবে মহামেডানের হয়ে গোল করেন আবিওয়ালা দাউদা ও মুরজায়েব। তবে শেষরক্ষা হয়নি। নির্ধারিত সময়ের শেষে ১ গোলের ব্যবধানে ম্যাচ হারতে হয় সাদা-কালো ব্রিগেডকে।

উল্লেখ্য, এবারের আইলিগে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি রেড রোডের এই ক্লাব। মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনা কে দলের দায়িত্ব দেওয়া হলেও দলের ফলাফলে খুব একটা খুশি হতে পারেননি মহামেডান কর্তারা। যারফলে, লিগের একেবারে শেষলগ্মে দায়িত্ব তুলে দেওয়া হয় মেহরাজউদ্দিন ওয়াডু কে। তার নেতৃত্বে বেশ কিছুটা ঝলমলে ভাবে আইলিগ অভিযান শেষ করে সাদা-কালো ব্রিগেড। এবার মিশন সুপার কাপ।