Darjeeling: পাহাড়ে উস্কানি দিচ্ছে বিজেপি সাংসদ, অভিযোগ তৃণমূলের

জিটিএ প্রসঙ্গে সাংসদ রাজু বিস্তের (BJP MP Raju Bista) করা মন্তব্যকে কটাক্ষ করে এবার ময়দানে নামল তৃণমূল৷ রবিবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তুলোধোনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ (TMC District President Papiya Ghosh)

BJP MP Raju Bista and TMC District President Papia Ghosh in a photo

জিটিএ প্রসঙ্গে সাংসদ রাজু বিস্তের (BJP MP Raju Bista) করা মন্তব্যকে কটাক্ষ করে এবার ময়দানে নামল তৃণমূল৷ রবিবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তুলোধোনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ (TMC District President Papiya Ghosh)৷ তাঁর কথায়, সাংসদ পাহাড়ের (Darjeeling) মানুষকে উস্কানি দিয়ে বিজেপিকে সুবিধে করে দিতে চাইছে। কিন্তু তৃণমূল পাহাড়ে শান্তি চায়৷

জেলা সভাপতির সাফ মন্তব্য তৃণমূলের বিরুদ্ধে কেউ যদি মিথ্যে বদনাম করে তবে তারা তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বাধ্য হবে। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমি নিজে প্রথমে এই লড়াইতে নামব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম লড়াই।তাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, শনিবার দার্জিলিং এর গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে জোর দেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। দার্জিলিং এর পেডং এবং সাকরু গ্রামে গিয়ে পৌঁছন।সেখানে গিয়ে তিনি এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। সেখান থেকেই সাংসদ বলেন, তৃণমূল পাহাড়ে শান্তি আসতে দেবে না। মানুষকে নানাভাবে ভুল বোঝাচ্ছে তৃণমূল।তাই পাহাড়ে আর তৃণমূল কংগ্রেসকে এগিয়ে যেতে দেওয়া যাবে না। বিজেপি থাকলেই পাহাড়ে গনতান্ত্রিক উপায়ে ভোট করা যাবে।তাই পাহাড়ের মানুষ নিজেরা ভুল বুঝতে পেরেছেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি পাহাড়ে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসবে।

একইসঙ্গে জল্পনা বাড়িয়ে সাংসদ বলেন, পাহাড়ে আমি না থাকলেও অন্য কেউ থাকবে, কিন্তুু ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপ ছাড়া ভারতকে কেউ এক রাখতে পারবে না বলে দাবী করেন পাহাড়ের বর্তমান সাংসদ।