East bengal: ফের কোচ বিড়ম্বনা, স্টিফেন কনস্ট্যান্টাইনের বিরুদ্ধে উঠছে ‍‘গো ব্যাক’ স্লোগান

দল ভালো খেলছে না। ইস্টবেঙ্গলে (East bengal) আবারও কোচ নিয়ে সমস্যা শুরু হয়ে গিয়েছে। ভারতের হয়ে যিনি সাত বছর কোচিং করে দলকে ভালো জায়গায় এনে…

Stephen Constantine

দল ভালো খেলছে না। ইস্টবেঙ্গলে (East bengal) আবারও কোচ নিয়ে সমস্যা শুরু হয়ে গিয়েছে। ভারতের হয়ে যিনি সাত বছর কোচিং করে দলকে ভালো জায়গায় এনে দিয়েছিলেন তাকেই আর চাইছে না ইস্টবেঙ্গল সমর্থকরা। ট্রফি তো দূরের কথা। একটা ম্যাচ জিততেই পারছে না দল।

স্টিফেন কনস্ট্যান্টাইন যখন দলের দায়িত্ব নিয়েছিলেন তখনই বলেছিলেন প্রথম মরসুমেই তিনি ভালো কিছু আশা রাখছেন না। হচ্ছেও না ভালো। অনেক ক্ষেত্রেই খুব বাজে ভাবে দল হারছে। সমর্থকরা আশার আলো খুঁজে পাচ্ছেন না । একটা ম্যাচ কোনও মতে জেতে তো। পরের ম্যাচ থেকেই সেই হার এবং গোল হজম করার অভ্যাস। লড়াইয়ের জায়গাতেও দল যাচ্ছে না। এমত অবস্থায় তাঁর বিরুদ্ধেও এবার গো ব্যাক স্লোগান উঠতে শুরু করেছে। তাঁকে আর কোচ হিসেবে চাইছেন না লাল হলুদ সমর্থকরা।

কিন্তু প্রশ্ন উঠছে। দল, কোচ, স্পনসর কিছু বদলেও এখন কিছু কী রাতারাতি পরিবর্তন হয়ে যাবে? এমন প্রশ্ন করছেন বিশেষজ্ঞরা। একটা জঘন্য পারফর্ম করা দলকে আস্তাকুঁর থেকে তুলে আনতে তো সময় লাগবেই। সেই সময়টাও দিতে রাজি নয় সমর্থকরা। উঠছে তাঁকেও সরিয়ে দেওয়ার দাবি।

অন্যদিকে ইস্টবেঙ্গল একাডেমী অর্থাৎ সাপ্লাই লাইন যা হতে পারে তা ভালোই খেলছে। সম্প্রতি, ওডিশার ক্ষুদ্রাতে অল ইন্ডিয়া মহাবীর কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় রাজগঞ্জের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল একাডেমি ২-১ গোলে পরাজিত করে বিহারের কামাখ্যা স্পোর্টিং ক্লাবকে। ইমামি ইস্টবেঙ্গল ফুটবল একাডেমি, রাজগঞ্জের পক্ষে গোল করেছিলেন জয়হরি বর্মন এবং আকাশ ঘোষ। কিন্তু সিনিয়র দল যে তিমিরে যে আছে সেই তিমিরেই।।