IPL 2024: প্রথম ম্যাচের কয়েক ঘন্টা আগে নতুন ক্রিকেটার নিল গুজরাট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  (IPL 2024) গত মরসুমের রানার্স আপ গুজরাট টাইটানস (Gujarat Titans) এবারের মরসুম শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছিল। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান রবিন মিনজ…

Gujarat Titans replace robin minz for IPL 2024

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  (IPL 2024) গত মরসুমের রানার্স আপ গুজরাট টাইটানস (Gujarat Titans) এবারের মরসুম শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছিল। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান রবিন মিনজ (Robin MInz) চোটের কারণে আইপিএল ২০২৪ মরসুম থেকে বাদ ছিটকে গিয়েছিলেন। অনেক প্রত্যাশা নিয়ে রবিনকে দলে নিয়েছিলে শুভমন গিলে দল। এবার তাঁর বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে টাইটানস।

আজ থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রবিবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গুজরাট। তার আগে রবিন মিনজের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে দুই দলের মধ্যেকার এই ম্যাচ।

আইপিএলের এই মরসুমের জন্য গত বছরের ডিসেম্বরে নিলামে গুজরাট মিনজের জন্য বিড করেছিল। গুজরাট, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে মিনজকে তাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য চলেছিল প্রতিযোগিতা। শেষ পর্যন্ত ৩.৬০ কোটি টাকায় মিনজকে দলে নিতে সক্ষম হয় গুজরাট।

 

কিছু দিন আগে বাইক দুর্ঘটনার কবলে পড়েন মিনজ। বাইক চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সময় বলা হয়েছিল যে মিনজের চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু বাস্তবে মিনজ সময় মতো সেরে উঠতে পারেননি। এ কারণে তাঁকে আইপিএলের এই মরসুম থেকে ছিটকে যেতে হল। মিনজের পরিবর্ত হিসেবে বিআর শরৎ-কে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। শরৎ ছাড়াও গুজরাটে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ঋদ্ধিমান সাহা ও ম্যাথু ওয়েড। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলেন শরৎ। ২৮ টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫.৬১ গড়ে ৩২৮ রান করেছেন তিনি।