CFL: তারক হেমব্রমের থ্রু পাস দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা

কলকাতা ফুটবল লিগ (CFL) মানেই এক ঝাঁক উদীয়মান ফুটবলার। বিপুল সম্ভাবনা নিয়ে মাঠে নামা তরুণ ফুটবলারদের স্কিলের ঝলক। যার মধ্যে অন্যতম তারক হেমব্রমের পায়ের কাজ।…

Tarak hembram

short-samachar

কলকাতা ফুটবল লিগ (CFL) মানেই এক ঝাঁক উদীয়মান ফুটবলার। বিপুল সম্ভাবনা নিয়ে মাঠে নামা তরুণ ফুটবলারদের স্কিলের ঝলক। যার মধ্যে অন্যতম তারক হেমব্রমের পায়ের কাজ।

   

আরও পড়ুন: CFL : ৩ তারিখে অনুশীলনে নামতে পারে East Bengal, ২ তারিখে শুরু টুর্নামেন্ট

অল্প দিনে তারক হেমব্রম নিজের জাত চিনিয়েছেন। সাঁওতালি এই ফুটবলার গ্রাম বাংলার বহু ফুটবলারের কাছে অনুপ্রেরণার উৎস। ছোটখাটো চেহারার তারক ইউনাইটেড স্পোর্টস ক্লাবের আবিষ্কার। ক্রমে হয়ে উঠেছিলেন দলের মাঝমাঠের হৃৎপিণ্ড।

আরও পড়ুন: CFL : ভালো দলের হাত ধরে ফের উঠে আসতে চাইছেন পঙ্কজ মৌলা

চেহারার দিক থেকে ছোটখাটো হলেও, তারকের শরীরী ভাষা দেখার মতো। বড় দলের বিরুদ্ধে ভালো খেলার অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ শরীরী ভাষা। এছাড়া তাঁর দৌড়। মাঝমাঠ বরাবর দৌড়ে ঢুকে পড়তে পারেন প্রতিপক্ষের অর্ধে। তারপর সতীর্থদের উদ্দেশ্যে পাস বাড়িয়ে আক্রমণ গড়া। নিজেও গোল করতে পারেন। বাড়াতে পারেন দৃষ্টিনন্দন থ্রু পাস।

আরও পড়ুন: CFL: বড় দলের গোলে রেইড মারতে তৈরি হচ্ছে ক্যালকাটা কাস্টমস

এবারের কলকাতা ফুটবল লিগের আগে বেশ ভালো দল গড়েছে ইউনাইটেড স্পোর্টস। দলে রয়েছে ভালো মানের বিদেশি ফুটবলার। সেই সঙ্গে উঠতি খেলোয়াড়। টিম বন্ডিং চোখে পড়ার মতো। দল পরিচালনার দায়িত্বে বিদেশি কোচ। অভিজ্ঞ প্রশিক্ষক, ভালো মানের ফুটবলারদের সঙ্গে খেলে তারকা আগামী দিনে আরও ভালো ফুটবল উপহার দেবেন বলে ফুটবল প্রেমীরা আশা করতেই পারেন।