CFL : ভালো দলের হাত ধরে ফের উঠে আসতে চাইছেন পঙ্কজ মৌলা

আসন্ন কলকাতা ফুটবল লিগ (CFL) হতে চলেছে একটু আলাদা। তথাকথিত ছোটো ক্লাবগুলোও ভালো দল গঠন করেছেন। জুনিয়র ফুটবলারের সঙ্গে থাকছেন অভিজ্ঞ ফুটবলাররা। নজরকাড়া দল গঠন…

Pankaj Moula ,CFL, Football

আসন্ন কলকাতা ফুটবল লিগ (CFL) হতে চলেছে একটু আলাদা। তথাকথিত ছোটো ক্লাবগুলোও ভালো দল গঠন করেছেন। জুনিয়র ফুটবলারের সঙ্গে থাকছেন অভিজ্ঞ ফুটবলাররা। নজরকাড়া দল গঠন করেছে পিয়ারলেস স্পোর্টিং ক্লাব।

পিয়ারলেসের স্কোয়াডে এবার রয়েছেন পঙ্কজ মৌলা। ২০১৩ সালে ধুমকেতুর মতো উত্থান হয়েছিল তাঁর। মোহনবাগানের হয়ে মাঠে নেমে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। গড়িয়ার এই ফুটবলার গোল করেছিলেন সবুজ-মেরুন জার্সিতে। চোরা গতির সাহায্যে ফালাফালা করে দিতেন প্রতিপক্ষের রক্ষণ।

প্রায় তিনটে বছর মোহনবাগানে ছিলেন পঙ্কজ মৌলা। এরপর ক্রমেই অবনমন। এক সময়ের উদীয়মান তারকা প্রায় হারিয়েই গিয়েছিলেন। মোহনবাগানের পর মহামেডান স্পোর্টিং ক্লাব, তারপর খেলেছিলেন ভবানীপূরের হয়ে। কোথাও আর নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মোহনবাগান ছাড়ার পরেও গোল করেছিলেন, দলকে জিতিয়েছিলেন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন বারংবার। প্রশ্নের মুখে উঠে এসেছিল তাঁর জীবনযাত্রা।

আগামী মরসুমে তিনি খেলবেন কলকাতা ফুটবল লিগের দল পিয়ারলেস স্পোর্টিং ক্লাবের হয়ে। স্কোয়াডে ময়দানের একাধিক পরিচিত মুখ রয়েছেন। সেই সঙ্গে রয়েছে তরুণ প্রতিভা। এছাড়াও গতবারের রানার্স রেলওয়ে ফুটবল ক্লাবের বিদেশি ডিফেন্ডারকে তারা দলে নিয়েছে। আগামী দিনে আরও বিদেশি ফুটবলার স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারেন।