SSC Scam: পার্থবাবু ষড়যন্ত্রকারীদের নাম বলে দিন, দাবি দিলীপ ঘোষের

আদালতের নির্দেশ মেনে শুক্রবার জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য আনা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে এক নাটকীয় ঘটনা…

আদালতের নির্দেশ মেনে শুক্রবার জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য আনা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে এক নাটকীয় ঘটনা ঘটে। গাড়ি থেকে নামতে চান না অর্পিতা। পরে টেনে হিঁচড়ে তাঁকে বের করা হয় গাড়ি থেকে। এমনকি রাস্তায় বসে কাঁদতে শুরু করেন অর্পিতা। এদিকে হাসপাতালে ঢোকার মুখে মাস্ক সরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা

রাজনৈতিক মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে যে পার্থ কোন ষড়যন্ত্রের কথা বলছেন? এ নিয়ে প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন? কান্নাকাটি করে বাঁচা যাবে না।
তিনি আরও বলেন, পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন? উনি কোনও সাধারণ মানুষ নন। ওনার দায়িত্ব লোকের সামনে নিয়ে আসা। উনি মন্ত্রী, এত বড় নেতা, পুরনো রাজনীতিবিদ, তাই লোকে এত টাকা ওকে দিয়েছিল। মানুষের বিশ্বাসটাকে রেখে বাংলার রাজনীতি যাতে কলুষমুক্ত হয় সেজন্য অন্তত বলা উচিত কারা চক্রান্ত করছে। এখন ফেঁসে গেছেন। কান্নাকাটি করে কোনও লাভ নেই।

এদিকে ইডির আধিকারিকরা জানিয়েছেন, অর্পিতার বাড়ি থেকে চারটি গাড়ি উধাও হয়ে গেছে। শুধুমাত্র একটি রয়েছে। কী করে ইডির তদন্তের মাঝেই তা উধাও হয়ে গেল? প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, ইডি তদন্ত করছে। তদন্তের মাঝে নাকি গাড়ি উধাও হয়ে গিয়েছে। বারুইপুরের বাড়িতে চুরি হয়েছে। এভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে।