বড় ক্লাবে খেলা দুই তারকার গোলে জিতল কলকাতার ‘মিনি মোহনবাগান’

কলকাতার অন্যতম নামকরা দল। অনেকে বলেন “মিনি মোহনবাগান”। সেই তারা হারিয়েছে ক্যালকাটা কাস্টমসকে (Calcutta Customs)। গোল করলেন শহরের বড় ক্লাবে খেলা দুই ফুটবলার। কলকাতা ফুটবল…

Bhawanipur SC won against Calcutta Customs

কলকাতার অন্যতম নামকরা দল। অনেকে বলেন “মিনি মোহনবাগান”। সেই তারা হারিয়েছে ক্যালকাটা কাস্টমসকে (Calcutta Customs)। গোল করলেন শহরের বড় ক্লাবে খেলা দুই ফুটবলার।

কলকাতা ফুটবল লিগের জন্য ভালো দল গঠন করেছে ভবানীপুর স্পোর্টিং ক্লাব। ফুটবল মাঠের বহু পরিচিত মুখ স্কোয়াডে রয়েছে। অন্যান্য বছরেও দলে লক্ষ্য করা যায় তারকার ছড়াছড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভালো মানের ফুটবলার দলে থাকায় ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছে ক্লাব।

নৈহাটি গোল্ড কাপে জয় পেয়েছে ভবানীপুর। কাস্টমসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি হেসেছে কলকাতা ফুটবল লিগের অন্যতম ক্লাব। গোল করেছেন জিতেন মুর্মু এবং ইচে। যারা বিগত কয়েক বছর কলকাতা ফুটবল দলের খেলা দেখেছেন বা খোঁজ খবর রাখেন, এই দুইজনকে চিনতে তাদের অসুবিধা হওয়ার কথা নয়। জিতেন, ইচে উভয়েই ময়দানের প্রধান ক্লাবে খেলা ফুটবলার।

মাঝে প্রচারের আলোকের বাইরে চলে গিয়েছেন জিতেন মুর্মু। কিন্তু তিনি যে হারিয়ে যাননি সেটা পদে পদে বুঝিয়ে দিচ্ছেন। ম্যাচে গোল করেছেন, অনুশীলনেও ধারাবাহিক। অন্য দিকে ইচে যথারীতি রক্ষণ ভাগের স্তম্ভ। সেই সঙ্গে গোলটাও চেনেন। মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। এখন সময় ছিলেন সবুজ মেরুন ডিফেন্সের নির্ভরযোগ্য ফুটবলার। তিনিও এবার ভবানীপুরে।