East Bengal: নিতু সরকারকে অপসারণের দাবিতে স্যোশাল মিডিয়ায় ঝড়

মরশুম জুড়ে বিরাট বিপর্যয় লাল-হলুদ (East Bengal) শিবিরের৷ গত দুই বছর ধরে খারাপ সময় কিছুতেই কাটছে না। একের পর এক হারের পর এবার হতাশায় ভুগছেন সমর্থকরা৷

মরশুম জুড়ে বিরাট বিপর্যয় লাল-হলুদ (East Bengal) শিবিরের৷ গত দুই বছর ধরে খারাপ সময় কিছুতেই কাটছে না। একের পর এক হারের পর এবার হতাশায় ভুগছেন সমর্থকরা৷

মরশুম জুড়ে বিরাট বিপর্যয় লাল-হলুদ (East Bengal) শিবিরের৷ গত দুই বছর ধরে খারাপ সময় কিছুতেই কাটছে না। একের পর এক হারের পর এবার হতাশায় ভুগছেন সমর্থকরা৷ দলের এই করুণ অবস্থার জন্য কোচ ও ম্যানেজমেন্টকেই দায়ী করছে সমর্থকরা৷ তার ওপর ডার্বিতে হারের পর সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছে।

সম্প্রতি যুবভারতীতে অনুষ্ঠিত ডার্বি ম্যাচে বয়কটের ডাক দিয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান৷ সেখান থেকে ঘটনার সুচনা৷ হারের পর ম্যানেজমেন্টকে তুলোধোনা করছেন সমর্থকরা। এখন স্যোশাল মিডিয়ায় সরব হয়েছে তাঁরাও৷ নিতু হঠাও ক্লাব বাঁচাও আবার দুর্নীতিমুক্ত ইস্টবেঙ্গলের পক্ষেও উঠেছে জোর সওয়াল৷

সম্প্রতি সারদা মামকায় তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ নিতু সরকার, সারদা কর্তা সুদীপ্ত সেন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী, নলিনী চিদম্বরমের ৩.৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে৷ যা নিয়ে ক্ষোভ বেড়েছে সমর্থকদের মধ্যে। সেকারণেও নীতুকে সরানোর দাবি তুলেছেন তাঁরা।

শুধুমাত্র নিতু নয়, কোচ স্টিফেন কনস্টান্টাটাইনের বিরুদ্ধেও সরব হচ্ছেন সমর্থকরা। এমনকি স্টিফেনকে আগামী মরশুমে কোচ রাখা হলে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই চলতি মাসেই বোর্ড মিটিংয়ে কী সিদ্ধান্ত নেয় দল? সেটাই দেখার৷