Joni Kauko: কাউকোর ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে: হাবাস

জনি কাউকোকে নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। “ভরসা রয়েছে”, ফুটবলারকে নিয়ে কোচের এই দুটো শব্দ যথেষ্ট। কাউকোকে (Joni Kauko) নিয়ে তাড়াহুড়ো করতে…

Antonio Lopez Habas

জনি কাউকোকে নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। “ভরসা রয়েছে”, ফুটবলারকে নিয়ে কোচের এই দুটো শব্দ যথেষ্ট। কাউকোকে (Joni Kauko) নিয়ে তাড়াহুড়ো করতে চান না মোহন বাগান সুপার জায়ান্ট কোচ।
হুগো বৌমুসকে ইন্ডিয়ান সুপার লীগের স্কোয়াড থেকে বাদ দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। তাঁর জায়গায় দলে এসেছেন জনি কাউকো।

বৌমুসকে ছাড়া হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জিততে কোনো অসুবিধা হয়নি বাগানের। কিছুক্ষণের জন্য মাঠে নামানো হয়েছিল কাউকোকে। অনেক দিন পর তিন পয়েন্ট পেয়েছে দল। খুশি হাবাস।

   

“ভেবেছিলাম ওকে ৩০ মিনিট খেলাব। ও তার বেশিই খেলল, প্রায় ৩৫ মিনিট। ওর ব্যাপারে বেশি তাড়াহুড়ো করা যাবে না। কারণ, প্রায় এক বছর পর ও মাঠে নামছে। তবে ও পুরো ফিট এবং ওর ওপর আমার যথেষ্ট ভরসা আছে”, জনি কাউকো সম্পর্কে বলেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। “জনি কাউকোর উপস্থিতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচগুলোতে ওকে আমাদের লাগবে।”

হুগো বৌমুসকে বাদ দেওয়ার প্রসঙ্গে মোহনবাগান সমর্থকদের মধ্যে দুরকম মতামত রয়েছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। আলোচনায় উঠে আসছে আবেগ বনাম পেশাদারিত্ব প্রসঙ্গ। তবে জনির সকলের সম্পর্কে কারও মনেই সন্দেহ নেই। ফিট অবস্থায় মাঠে থাকলে তিনি কী করতে পারেন সেটা ইতিমধ্যে প্রমাণিত। আগামী দিনে নিজেকে পুরনো ফর্মে ফিরে পেতে চাইবেন কাউকো।