Calcutta league: পুজোর আগেই কলকাতা লিগের ডার্বি: অনির্বাণ দত্ত

কবে শুরু হবে কলকাতা লিগ (Calcutta league)? কবে দেখা যাবে কলকাতা লিগের ডার্বি? এই প্রশ্ন এখন বাংলার ফুটবলপ্রেমীদের। দু’বছর আগে কলকাতা লিগের ডার্বি অনুষ্ঠিত হয়েছিল।…

Anirban Dutta is the President of IFA

কবে শুরু হবে কলকাতা লিগ (Calcutta league)? কবে দেখা যাবে কলকাতা লিগের ডার্বি? এই প্রশ্ন এখন বাংলার ফুটবলপ্রেমীদের। দু’বছর আগে কলকাতা লিগের ডার্বি অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এখনও ডার্বি হয়নি। তাই অপেক্ষায় রয়েছেন দুই প্রধানের সমর্থকরা। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই। পুজোর আগেই কলকাতা লিগের ডার্বি দেখা যাবে বলে আশ্বাস দিলেন নুতন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

আইএফএ সচিব বলেন, ‘কলকাতা লিগে দুই প্রধানের খেলার ব্যাপারে আশাবাদী।এএফসি ও ডুরান্ড রয়েছে, যাতে কারো কোন অসুবিধা না হয় সেই জন্য লিগ সাজানো হয়েছে। আমি নিশ্চিত কলকাতা লিগে খেলবে মোহনবাগান ইস্টবেঙ্গল। ওরা বাংলা ফুটবলের মাথায় রয়েছে । ওদের নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা যত সম্ভব সহিযোগিতা করেছি ওদের সঙ্গে। আশা করি ওরাও খেলার ব্যাপারে সহযোগিতা করবে আমাদের সঙ্গে। আমি সবসময় আশাবাদী থাকি। তাই দুই প্রদানের খেলার ব্যাপারেও প্রবল আশাবাদী হয়ে রয়েছি।’

অনির্বাণ দত্ত জানিয়েছেন সেপ্টেম্বর মাসেই মাঠে নামবে দুই প্রধান৷ পুজোর আগে কলকাতা লিগের ডার্বি দেখা যাবে কিনা জিজ্ঞাসা করা হলে সচিব বলেন, ‘পুজোর আগেই কলকাতা লিগে ডার্বি হবে। আমরা ডার্বি করার পরই পূজোর ঢাকে কাটি পড়বে বলা যেতে পারে ।লিগ দিয়ে আমরা মাকে ওয়েলকাম জানাবো ।তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই । পুজোর আগেই লিগের ডার্বি দেখতে পাবেন সমর্থকরা।’