মহামেডানের I-League জয় নিয়ে কী বলছেন আদিত্য রাজ? জানুন

শনিবার শিলং লাজং এফসিকে হারিয়ে আইলিগ (I-League) জয় করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বর্তমানে সেই নিয়ে মাতোয়ারা দলের সমর্থকরা। বহু বছরের অপেক্ষার পর অবশেষে এসেছে সাফল্য।…

Mohammedan SC Clinches I-League Title,

শনিবার শিলং লাজং এফসিকে হারিয়ে আইলিগ (I-League) জয় করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বর্তমানে সেই নিয়ে মাতোয়ারা দলের সমর্থকরা। বহু বছরের অপেক্ষার পর অবশেষে এসেছে সাফল্য। তাই গতকাল ম্যাচ শেষে আবেগের বশে চোখের জল ফেলেছেন অনেকে। এই জয়ের ফলে আগামী মরশুম থেকে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

যারফলে, কলকাতার তিন প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং খেলবে এক লিগে। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা বাংলার সমর্থকদের কাছে। শনিবারের এই জয়ের পর আজ সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে মহামেডান দল।

   

তাদের বরণ করে নিতে অগণিত সমর্থকদের ঢল নেমেছে বিমানবন্দর চত্বরে। বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। দলের এই সুদিনে এবার বিশেষ বার্তা দিলেন বাঙ্কারহিলের ডিরেক্টর আদিত্য রাজ। তিনি বলেন, এর চেয়ে ভালো অনুভূতি আর নেই। আমরা যখন থেকে দলের বিনিয়োগকারী হিসেবে এসেছি তখন থেকেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ফুটবলার রাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে এসেছে। প্রায় চার বছরের যাত্রা ছিল এটি। যখন আমরা দ্বিতীয় ডিভিশনের একটি ফুটবল ক্লাব ছিলাম। তখন থেকেই আইএসএল খেলা আমাদের অন্যতম লক্ষ্য ছিল। যেটা এবার সম্পন্ন হয়েছে। এটা কোনো রোলার কোস্টার রাইড এর থেকে কম নয়।

এছাড়াও তিনি বলেন, এটি একটি অসাধারণ অনুভূতি। তবে এখনো কিছুটা বাকি আছে। যেদিন আমরা ট্রফি তুলব। সেদিন আমরা সত্যিই বলতে পারব যে আমরা চ্যাম্পিয়ন। তবে শুধু তাই নয়, আমরা লিগ শীর্ষে থেকে চ্যাম্পিয়ন।