IPL 2024: এক ওভারে তিন উইকেট, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয়

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ২০তম ম্যাচে রবিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দিল্লি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত…

Mumbai Indians secured their first victory by defeating the Delhi Capitals

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ২০তম ম্যাচে রবিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দিল্লি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে মুম্বাই। জবাবে নির্ধারিত ওভারে মাত্র ২০৫ রান তুলতে পারে দিল্লি ক্যাপিটালস। ২৯ রানে ম্যাচ জিতে নেয় মুম্বাই। চলতি মরসুমে এটাই মুম্বাইয়ের প্রথম জয়।

২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিশেষ শুরুটা ভালো করতে পারেনি দিল্লি। চতুর্থ ওভারে ডেভিড ওয়ার্নারের উইকেট নেন রোমারিও শেফার্ড। ৮ বলে ১০ রান করেন ওয়ার্নার। এরপর অভিষেক পোড়েলের সঙ্গে ইনিংসের হাল ধরেন পৃথ্বী শ। দুজনে দ্বিতীয় উইকেটে ৮৮ রান যোগ করেন। পৃথ্বী শ-কে বোল্ড করে এই পার্টনারশিপ ভাঙেন জসপ্রীত বুমরাহ। ৪৪ বলে ৬৬ রান করেন পৃথ্বী।

শ আউট হওয়ার পর তৃতীয় উইকেটে ত্রিস্তান স্টাবসের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন অভিষেক পোড়েল। মুম্বাইকে আরও একবার সাফল্য এনে দিলেন বুমরাহ। ১৫তম ওভারের শেষ বলে পোড়েলকে আউট করেন তিনি। ৫টি চারের সাহায্যে ৩১ বলে ৪১ রান করেন অভিষেক। অধিনায়ক ঋষভ পন্থ এই ম্যাচে মাত্র ১ রান করে আউট হয়েছেন। ১৯তম ওভারে রান আউট হন অক্ষর প্যাটেল। ৭ বলে ৮ রান করেন তিনি।

শেষ ওভারে ৩ উইকেটের পতন হয় দিল্লির। জেরাল্ড কোয়েটজি তৃতীয় বলে ললিত যাদব (৩), চতুর্থ বলে কুমার কুশাগ্র (০) ও শেষ বলে ঝাই রিচার্ডসনকে (২) প্যাভিলিয়নে পাঠান। ২৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ত্রিস্তান স্টাবস। চারটি উইকেট পেয়েছেন জেরাল্ড। এছাড়া জসপ্রীত বুমরাহ ২টি ও রোমারিও শেফার্ড ১টি উইকেট নিয়েছেন।

প্রথমে ব্যাট করে ২৩৪ রান করেছিল মুম্বাই। সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া টিম ডেভিড ৪৫, ঈশান কিষাণ ৪২, হার্দিক পান্ডিয়া ও রোমারিও শেফার্ড ৩৯ রানের ইনিংস খেলেন। চলতি মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও আনরিখ নর্টজে। এছাড়া খলিল আহমেদ পেয়েছেন ১ উইকেট।