Lok Sabha Elections 2024: প্রচারে এগিয়ে বাংলা

কড়া নাড়ছে লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। জমে উঠেছে প্রচার। আর প্রচারে এগিয়ে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, লোকসভা ভোটের প্রচারের লড়াইয়ে দেশের মধ্যে…

Bengal Leads Campaigning as Lok Sabha Elections

কড়া নাড়ছে লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। জমে উঠেছে প্রচার। আর প্রচারে এগিয়ে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, লোকসভা ভোটের প্রচারের লড়াইয়ে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা। ছাপিয়ে গিয়েছে উত্তরপ্রদেশকেও।

ভোট ঘোষণার পর আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নির্বাচন কমিশন। তাই প্রচারের আবেদনও করতে হয় কমিশনের কাছে। এবার আবেদনের জন্য অনলাইন ব্যবস্থা চালু করেছে। ‘সুবিধা’ অ্যাপের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। সেই সুবাদেই প্রকাশ্যে এসেছে ভোটের প্রচারের আবেদনের তথ্য।

সুবিধা অ্যাপে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১১ হাজার ৯৭৬ প্রচারের আবেদন জমা পড়েছে। এ রাজ্যে লোকসভা আসনের সংখ্যা ৪২। আর উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন। সেখানে প্রচারের জন্য আবেদন জমা পড়েছে ৩ হাজার ২৭৩টি। অর্থাৎ উত্তরপ্রদেশের তুলনায় পশ্চিমবঙ্গে চার গুণ বেশি প্রচারের আবেদন জমা পড়েছে।

তবে পশ্চিমবঙ্গ শীর্ষে নয়। প্রচারে বিজেপি শাসিত কোনও রাজ্যও শীর্ষে নেই। সুবিধা অ্যাপে প্রচারের আবেদনে শীর্ষে আছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। এম কে স্ট্যালিনের রাজ্যে ২৩ হাজার ২৩৯টি আবেদন জমা পড়েছে ভোটের প্রচারের অনুমি চেয়ে।