East Bengal: বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফের আশা‌ জিইয়ে রাখল মশালবাহিনী

কেরালা ম্যাচের পর এবার জয় ধরে রাখল ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। এবার তারা পরাজিত করল জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ…

East Bengal Stuns Bengaluru FC

কেরালা ম্যাচের পর এবার জয় ধরে রাখল ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। এবার তারা পরাজিত করল জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে সুনীল ছেত্রীদের বিপক্ষে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। পুরো সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে মশাল ব্রিগেড।

দলের হয়ে আজ গোল করেন সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভা। অন্যদিকে, বেঙ্গালুরু এফসির হয়ে ব্যবধান কমান সুনীল ছেত্রী। এই জয়ের ফলে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের আশা এখনো জিইয়ে রইল লাল-হলুদের। এবার বাকি একটি ম্যাচে জয় পেলে বাকিদের সঙ্গে তুল্যমূল্য লড়াই থাকবে ময়দানের এই প্রধানের।

উল্লেখ্য, কেরালা ম্যাচ জয়ের পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল মহেশরা। তাই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে দল। প্রথম থেকেই সুনীলদের চাপে ফেলতে তৎপর থেকেছে‌‌ সৌভিকরা। যার দরুণ ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই আসে প্রথম গোল। বল পায়ে গোল করে দলকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো।

প্রথমার্ধের শেষে তার গোলেই এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে বেঙ্গালুরু এফসি। একাধিকবার মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে উঠে আসে বেঙ্গালুরু ফুটবলাররা। তবে গোলের মুখ খোলা সহজ ছিল না তাদের কাছে। এছাড়াও অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয় সুনীল ছেত্রীর।

ম্যাচের বয়স যত বেড়েছে আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট হয়ে উঠেছিল এই ম্যাচ। শেষের দিকে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তারপর আর ম্যাচে ফেলা সম্ভব হয়নি আইএসএল জয়ী এই ফুটবল দলের।