Nitish Kumar: জনসভায় মোদীর পা ছুঁয়ে নীতীশের প্রণাম, বললেন এবার চার হাজার পার!

পায়ে লাগু! (প্রণাম নিন)-আচমকা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ভরা জনসভার মঞ্চে মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন।হাসলেন প্রধানমন্ত্রী। এনডিএ মঞ্চের এমন ছবিতে বিহার তো…

Prime Minister Narendra Modi with Bihar Chief Minister Nitish Kumar during a public meeting

পায়ে লাগু! (প্রণাম নিন)-আচমকা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ভরা জনসভার মঞ্চে মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন।হাসলেন প্রধানমন্ত্রী। এনডিএ মঞ্চের এমন ছবিতে বিহার তো বটেই পুরো দেশ সরগরম। বারবার জোট বদলে নীতীশ কুমার সর্বভারতীয় রাজনীতিতে ‘পাল্টুরাম’ বলে চর্চিত। তিনি এবার মোদীর পায়ে পড়লেন।

রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নওয়াদায় একটি সমাবেশকে সম্বোধন করে বলেন এবার চার হাজার আসনে জয়ী হবে এনডি়এ। এরপরেই  নীতীশ কুমার তার ভবিষ্যদ্বাণীটির জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হয়।জেডি (ইউ) এর নেতৃত্ব নীতীশ কুমার তিন মাস আগে ফের বিজেপি নেতৃত্বাধীন জোটে ফিরে এসেছেন।

নীতীশ কুমার কী বললেন?
প্রধানমন্ত্রীর সামনে সমাবেশকে সম্বোধন করার সময় নীতীশ কুমার প্রথমে বলেন “চার লক্ষ” আসন ভতারপরে নিজেকে সংশোধন করে “চার হাজার সে ভী জিয়াদা (৪,০০০ এরও বেশি)” আসনে জয় হবে বলে উল্লেখ করেন। এতে হতচকিত হয়ে যান মোদী। কারণ তিনি এবারের ভোটে চারশ আসনের বেশি পেতে হবে বলে এনডিএ শিবিরকে চাগিয়ে তুলেছেন।

নীতীশ যেভাবে মোদীর পা ছুঁয়ে চার হাজার আসনে জয়ের বার্তা দিয়েছেন তার জেরে শুরু হয়েছে প্রতিক্রিয়া। বিরোধী ইন্ডিয়া ব্লকের আরজেডি নেতারা প্রতিক্রিয়ায় বলেন “মুখ্যমন্ত্রী চার লক্ষেরও বেশি সাংসদকে প্রধানমন্ত্রীর কাছে কামনা করতে চেয়েছিলেন। তারপরে তিনি সম্ভবত ভেবেছিলেন এটি খুব বেশি হবে এবং ৪,০০০ যথেষ্ট হবে। বিতর্ক এড়াতে জেডি (ইউ) নেতারা নীতীশ কুমারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।