Ronaldinho Gaúcho: তিলোত্তমায় পা রাখবেন রোনাল্ডিনহো! সত্যি ?

শহরে আসতে চলেছেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaúcho)। কি? অবাক হলেন? কিন্তু এটাই সত্যি।

Ronaldinho Gaucho

গত কয়েকমাস আগেই শহর কলকাতায় পা রেখেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার তথা দলের গোলরক্ষক এমি মার্টিনেজ। যাকে নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল শহরবাসীর মধ্যে। ময়দানের অন্যতম প্রধান দল তথা মোহনবাগানে ও এসেছিলেন তিনি।  উদ্বোধন করেছেন “সোবার্স গেট।”

পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে তাকে নিয়ে দেখা দিয়েছিল উৎসবের মেজাজ। তার রেশ এখনো কিছুটা থেকে গিয়েছে শহরবাসীর মধ্যে। এসবের মাঝেই এবার উঠে আসল নয়া তথ্য। শহরে আসতে চলেছেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaúcho)। কি? অবাক হলেন? কিন্তু এটাই সত্যি।

   

বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথমদিকেই ভারতের মাটিতে পা রাখবেন ব্রাজিলের এই ফুটবল নক্ষত্র। এক্ষেত্রে মনে করা হচ্ছে, আগামী ৩ থেকে ৫ ই অক্টোবর পর্যন্ত শহর কলকাতার বুকে থাকবেন এই কিংবদন্তী।

যতদূর জানা গিয়েছে, এই রাজ্যের একটি জনপ্রিয় স্পোর্টস ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি তথা আলভারেস স্পোর্টস ইন্টারন্যাশনালের উদ্যোগে শহরে আসবেন রোনাল্ডিনহো। তবে সেক্ষেত্রে তাকে নিয়ে ঠিক কি কি কর্মসূচি গ্রহণ করা হবে অথবা কি ব্যাবস্থাপনা রয়েছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি। মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে সকলের কাছে।

উল্লেখ্য, তার ঠিক কিছুদিন পরেই রয়েছে বঙ্গের সবচেয়ে বড় উৎসব। দুর্গোৎসব। সেই পরিস্থিতিতে এই ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানের আগমন যে বাড়তি উন্মাদনা তৈরি করবে শহরের বুকে তা কিন্তু বলাই চলে।