King’s Cup: রেফারির সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন স্টিমাচ

গতকাল কিংস কাপের (King’s Cup) সেমিফাইনালের ট্রাইবেকারে এসে পরাজিত হতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে (Bharatiya football)।

Indian Football Team Coach Igor Stimac

গতকাল, বৃহস্পতিবার কিংস কাপের (King’s Cup) সেমিফাইনালের ট্রাইবেকারে এসে পরাজিত হতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে (Bharatiya football)। তার আগে নির্ধারিত নব্বই মিনিটের শেষে খেলার ফলাফল ছিল ২-২ গোল। তারপর ও শেষ রক্ষা হল না ব্লু টাইগার্সদের। ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে ইরাকের ফুটবলাররা। এক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে রেগে আগুন হয়ে গেলেন ভারতীয় ফুটবল দলের হেডকোচ ইগর স্টিমাচ।

যারফলে, শেষ পর্যন্ত প্রেস কনফারেন্সে ও এলেন না তিনি। আসলে দুইবার এগিয়ে থেকেও এমনভাবে পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছেননা ভারতীয় ফুটবল দলের কোচ। পরবর্তীতে একটি মাধ্যমের মুখোমুখি হয়ে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি।

ঠিক কি বলেছেন স্টিমাচ? তিনি বলেন, আমাদের দলের ছেলেরা নিজেদের সবটা দিয়েছে। কিন্তু অন্যকেউ তাদের জিততে দেবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। তাই আমি এখানে রেফারি ছাড়া কারুর দোষ দেখছি না। ভারতীয় দলকে জয় থেকে বঞ্চিত করার জন্য তার ভূমিকা ছিল অভূতপূর্ব। সেজন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। তবে আমরা আমাদের ছেলেদের পারফরম্যান্স নিয়ে গর্ব করতে পারি। ভবিষ্যতের জন্য অনেক প্রত্যাশা করা যেতেই পারে। তবে এক্ষেত্রে আরও অনেকটা সময় প্রয়োজন।

তবে ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে তার না আসায় হতবাক হয়েছেন অনেকেই। পরবর্তীতে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি তখন প্রেস কনফারেন্সে যাইনি তার অন্যতম কারন হল আমি এখন যদি সেখানে যাই সব সত্যি বলে দেব। যেটা আমি কখনোই চাইনি। তাহলে সেক্ষেত্রে অনেক কিছুই সামনে চলে আসবে। একজন রেফারির যদি এমন কিছু দিয়ে বসেন যেটা আদতে কখনো হয়নি, তাহলে তা কখনোই সমর্থন করা যায়না। সিদ্ধান্ত জানানোর আগে তার কাছে অনেক অপশন ছিল। কিন্তু তিনি তা ব্যবহার করেননি। তারপর নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন ভারতীয় ফুটবল দলের হেডকোচ।