Blow for East Bengal: গোটা মরশুমে মাঠের বাইরে লাল-হলুদ তারকা

এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শুরু থেকেই লাল-হলুদ ( East Bengal) রক্ষনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন অজি তারকা জর্ডন এলসে (Jordan Elsey)। পরিস্থিতি ভেদে…

Jordan Elsey

এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শুরু থেকেই লাল-হলুদ ( East Bengal) রক্ষনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন অজি তারকা জর্ডন এলসে (Jordan Elsey)। পরিস্থিতি ভেদে তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা দেখিয়ে গিয়েছেন বহুবার। কিন্তু সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা খুব একটা সুখকর থাকেনি জর্ডন ও লাল-হলুদের পক্ষে। ডার্বি খেলতে গিয়ে গুরুতর চোট আসে তার পায়ে।

যারফলে, মাস তিনেকের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় এই তারকা ফুটবলারকে। পাশাপাশি এবারের আইএসএলের প্রথম লেগ থেকে ও ছিটকে যান এই তারকা ফুটবলার। তাই দলের নয়া ডিফেন্ডার খোঁজার কাজ ও শুরু করা হয় ইস্টবেঙ্গল দলের তরফ থেকে। সেইমতো একাধিক ফুটবলারদের নাম উঠে আসতে থাকে শুরু থেকেই। তবে পরবর্তীতে গত কয়েক মাস আগে সুদূর জর্ডান থেকে হিজাজি মাহেরকে উড়িয়ে আনেন দলের কোচ কার্লোস কুয়াদ্রাত।

গত কেরালা ম্যাচে তাকে নামান দলের স্প্যানিশ কোচ। বলা যায়, শুরু হিসেবে সকলের মন জয় করেছেন তিনি। কিন্তু জর্ডান এলসের ফেরার অপেক্ষায় সকলেই। আসলে অতি অল্প সময়ের মধ্যেই আপামর লাল-হলুদ জনতার মন কেড়েছিলেন তিনি। তবে এসবের মাঝেই আরও এক ধাক্কা খেল ইমামি ইস্টবেঙ্গল দল। এবার চোটের কবলে পড়তে হল দলের তরুণ ফুটবলারকে।

হ্যাঁ ঠিকই শুনছেন। এবার চোটের কবলে পড়ে গোটা মরশুমের জন্য মাঠের বাইরে চলে গেলেন তরুণ তারকা তুহিন দাস। যা নিঃসন্দেহে বড়সড় প্রভাব ফেলবে ইস্টবেঙ্গলের জুনিয়র দলে। বলাবাহুল্য, জুনিয়র দলের কোচ তথা বিনো জর্জের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন তুহিন। তার ছিটকে যাওয়ায় যথেষ্ট প্রভাব আসবে দলের মধ্যে।

উল্লেখ্য, গতবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ থেকে শুরু করে এবার প্রিমিয়ার ডিভিশন লিগ। সব ক্ষেত্রেই দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন তুহিন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বল পায়ে গোল ও করেছেন তিনি। তাই এমন পরিস্থিতিতে যথেষ্ট চাপ থাকবে দলের বাকি ফুটবলারদের উপর।