Debasish Dutta: টিমের মঙ্গল কামনায় বড়মার মন্দিরে মোহনবাগান সচিব

বর্তমানে আলোর উৎসবে মাতোয়ারা গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ শহরের সমস্ত প্রান্তে শ্যামা মায়ের আরাধনায় ব্যস্ত সকলেই। এক্ষেত্রে প্রত্যেক বছর সকলের নজর থাকে বিশেষ করে…

Debasish Dutta

বর্তমানে আলোর উৎসবে মাতোয়ারা গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ শহরের সমস্ত প্রান্তে শ্যামা মায়ের আরাধনায় ব্যস্ত সকলেই। এক্ষেত্রে প্রত্যেক বছর সকলের নজর থাকে বিশেষ করে নৈহাটির দিকে। যেখানে বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন বড়মা। তাই তো বছরের এই সময় তিল ধারণের জায়গা থাকে না নৈহাটির অরবিন্দ রোডে।

প্রত্যেক বছর জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে মানুষ ছুটে আসেন বড়মার পুজো দেখতে। এবার তা যেন অন্যমাত্রা লাভ করছে। আসলে এবার যে একশো বছর। তাই অন্যান্য বছরের থেকে এবার অনেকটাই আকর্ষণীয় সকলের কাছে। এবার মোহনবাগান ক্লাবের মঙ্গল কামনায় বড়মায়ের মন্দিরে হাজির হলেন সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত (Mohun Bagan Secretary Debasish Dutta)। আজ কিছুক্ষন আগে বড়মায়ের মন্দিরে আসেন তিনি। যা সহজেই নজর কাড়ে সকলের।

উদ্দেশ্য একটাই মোহনবাগানের মঙ্গল কামনা। সেই উপলক্ষে মায়ের মন্দিরে পুজো দেওয়া। উল্লেখ্য, গত বছর থেকেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। শেষ মরশুমে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসি দলকে হারিয়ে আইএসএল ট্রফি ঘরে তোলে ময়দানের এই প্রধান। যা দেখে খুশি সকলেই। তারপর এই মরশুমে ও শুরুটা হয়েছে যথেষ্ট আকর্ষণীয়।

পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। এক কথায় যা অনবদ্য রেকর্ড। এবার মিশন আইএসএল। এবারের এই আইএসএল মরশুমে ও যথেষ্ট ভালো শুরু করেছে দল। বলতে গেলে অন্যান্য দল গুলির সঙ্গে প্রথম তিনেই লড়াই করছে সবুজ-মেরুন ব্রিগেড।

তবে এবার সেখানেই শেষ নয়। এএফসি কাপকেই পাখির চোখ করেছেন হুয়ান ফেরেন্দো। শেষ ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে পরাজিত হতে হলেও এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা ময়দানের এই প্রধান। সেই দিকেই তাকিয়ে সকলে।