Tiri: সম্ভবত ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে তিরি

সম্প্রতি ভারতে ফেরার জল্পনা উস্কে দিয়েছেন তারকা স্প‍্যানিশ ফুটবলার তিরি (Tiri)। বর্তমানে চোটের জেরে মাঠের বাইরে আছেন এই ফুটবলার। বর্তমান এটিকে মোহনবাগানের আনরেজিস্টার্ড ফুটবলার তিরি।…

Atk Mohun Bagan

সম্প্রতি ভারতে ফেরার জল্পনা উস্কে দিয়েছেন তারকা স্প‍্যানিশ ফুটবলার তিরি (Tiri)। বর্তমানে চোটের জেরে মাঠের বাইরে আছেন এই ফুটবলার। বর্তমান এটিকে মোহনবাগানের আনরেজিস্টার্ড ফুটবলার তিরি।

এটিকে মোহনবাগানের একজন বিদেশি ডিফেন্ডারের প্রয়োজন ছিল। আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোর আগেই সেই ডিফেন্ডারকে ইতিমধ্যে দলে নিয়ে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তিনি সার্বিয়ার স্লাভকো ডামজানোভিচ। তাই এই মুহূর্তে তিরির এটিকে মোহনবাগানে ফেরার কোনও সম্ভাবনা নেই।

আচমকা রোববার তিরির একটি পোস্ট ময়দানে দারুণ জল্পনার তৈরী হয়েছে।সেই সোশ্যাল মিডিয়া পোস্টে শীঘ্রই ভারতে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিরি।এখন সবচেয়ে বড়ো প্রশ্ন তিরি যদি ভারতে ফেরে, তাহলে কোন দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে ?

এইমুহুর্তে আইএসএলের বিভিন্ন দল গুলো নতুন নতুন ডিফেন্ডারদের সই করাচ্ছে।বর্তমানে ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডারের প্রয়োজন।তাহলে কি ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন তিরি,এই মুহূর্তে সেটা নিয়ে বিরাট জল্পনা তৈরী হয়েছে বলা চলে।তবে তিরি ইস্টবেঙ্গলে আসবেন কিনা সেটা তার পোস্ট দেখে বোঝার উপায় নেই।

অবশ্য এটিকে মোহনবাগানের সাথে এখনও চুক্তিতে আছেন তিরি।কিন্তু তাকে রেজিস্টার্ড করেনি সবুজ মেরুন ব্রিগেড।তাই তাকে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। শুধুমাত্র ইস্টবেঙ্গল কেনো,ইন্ডিয়ান সুপার লিগের যে দলই ফেরান্দো কে নিতে চাক,তাকে ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে।

প্রসঙ্গত,সোমবার উরুগুয়ের ফুটবলার ফ্রেডরিকো গ‍্যালেগাওকে দলে তুলে নিলো সবুজ মেরুন ব্রিগেড।মাঝাঠের এই ফুটবলার ভীষণ কার্যকর ফুটবল খেলতে পারেন।ভারতে খেলার অভিজ্ঞতা আছে তার।এর আগে ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন,যে দলের কাছে গত শনিবার ১-০ গোলে হেরে গেছিলো জুয়ান ফেরান্দোর দল।