ঘরের ছেলেকে ফের ঘরে ফেরানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদের চেনামুখ রাজু গায়কোয়াড় প্রত্যাবর্তন করতে চলেছে এমনটাই জোর জল্পনা।
দুই দফায় ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছিলেন রাজু।২০১১ থেকে ২০১৫ এবং ২০২১ সালে লাল হলুদের জার্সি গায়ে খেলেছিলেন রাজু গায়কোয়াড়।ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া এই ৫ ফুট ১১ ইঞ্চির ফুটবলার বর্তমানে খেলছেন আইলিগের ক্লাব চার্চিল ব্রাদার্সে।রাইট ব্যাক এবং লেফটব্যাক দুই পজিশনেই খেলেন তিনি।
চার্চিল ব্রাদার্সের প্রথম একাদশে নিয়মিত ভাবে থাকা এই রক্ষণ ভাগের ফুটবলারকেই দলে নিতে এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।আইএসএলে খেলার অভিজ্ঞতা আছে রাজুর, খেলেছিলেন মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি,কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়ার হয়ে।ফের ইস্টবেঙ্গলের হাত ধরে শেষ অবধি আইএসএলের মঞ্চে প্রত্যাবর্তন করেন নাকি রাজু,এখন সেটাই দেখার বিষয়।
এদিকে,লালচুংয়ের পর আরও দুই ফুটবলারের সাথে চুক্তি বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব।২৩ বছর বয়সী মিডফিল্ডার নাওরেম মাহেশ তাদের মধ্যে একজন।লাল হলুদ সমর্থকদের নজর কেড়েছে নাওরেম মাহেশের ফুটবল।এখনও অবধি নয়টা ম্যাচে একটা গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন মাহেশ। বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের অ্যাসিস্ট কিংয়ে পরিণত হয়েছে এই নাওরেম মাহেশ ।
দ্বিতীয় ফুটবলারটি হলেন ২৪ বছর বয়সী ভারতের লেফট ব্যাকের ফুটবলার জেরি লালরিনজুয়ালা। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ডুরান্ডকাপে খুব একটা নজরকাড়া ফুটবল খেলতে না পারলেও আইএসএলে দাপুটে ফুটবল খেলছেন জেরি।তাই লালচুংয়ের পাশাপাশি এই দুই ভারতীয় ফুটবলারকে দলে নেওয়ার বিষয়টি একেবারে নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল।তবে এই দুই ফুটবলারের কন্ট্যাক্ট কতো বছরের জন্য বেড়েছে,সেটা এখনও নিশ্চিত নয়।ক্লাবের ভবিষ্যতের কথা ভেবে এই পদক্ষেপ যে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা বলাই বাহুল্য।বহুবছর হলো সাফলতার মুখ দেখেনা।এই ছোটো ছোটো পদক্ষেপ গুলো ক্লাবকে সাফলতা এনে দিতে পারে কিনা,এখন সেটাই দেখার বিষয়।