Gujarat: আরব সাগর পেরিয়ে ভারতে ঢুকল সশস্ত্র ১০ পাকিস্তানি

আরব সাগর পেরিয়ে পাকিস্তান থেকে আসা দশ অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তাদের কাছে মিলেছে পিস্তল সহ কমপক্ষে ৩০০ কোটি টাকার মাদক। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়,…

Pakistani militant activity

আরব সাগর পেরিয়ে পাকিস্তান থেকে আসা দশ অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তাদের কাছে মিলেছে পিস্তল সহ কমপক্ষে ৩০০ কোটি টাকার মাদক। উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়, এই দশ পাক অনুপ্রবেশকারী গুজরাট (Gujarat) হয়ে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

আরব সাগর ও বালিয়াড়ি বেষ্টিত ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। আরব সাগরে দুই দেশের মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘন করে ধরা পড়ে। পরে তাদের আইনি প্রক্রিয়ায় মুক্তি দেওয়া হয়। আবার সাগর পথে পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা প্রবল। সেই কারণে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী থাকে অতি সতর্ক।

   

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এই প্রথমবার মাদক ও আগ্নেয়াস্ত্র সহ এতজন পাকিস্তানি একসাথে ধরা পড়েছে। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা (গুজরাট এটিএস) জানাচ্ছে, ধৃত পাক অনুপ্রবেশকারীদের কাছ থেকে ছটি পিস্তল ও ১২০টি গুলি বাজেয়াপ্ত করেছে।

আরব সাগর পেরিয়ে গুজরাটে ঢুকে পড়া পাক অনুপ্রবেশকারীরা কী মাদক পাচারকারী নাকি জঙ্গি সেটি স্পষ্ট জানা যায়নি। ধৃতরা মুম্বই হামলার কায়দায় মাছ ধরার বোটে চেপে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে।