আইএসএলের জন্য রিজার্ভ দলের একাধিক খেলোয়াড় রেজিস্ট্রেশন করাল ইস্টবেঙ্গল

গতবারের মতো এবারও জামশেদপুর এফসির বিপক্ষে খেলেই নিজেদের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )

Emami East Bengal Club Players in Action
বিজ্ঞাপন

চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরশুম। গতকয়েক দিন আগে তাতেই পড়ে গিয়েছে শীলমোহর। এবারের এই দশম আইএসএলের ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত মরশুমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দুই ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। যেটি আয়োজিত হবে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।

তারপর দ্বিতীয় ম্যাচে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হতে হবে আইএসএল জয়ী হায়দরাবাদকে। গতবারের চ্যাম্পিয়ন তথা মোহনবাগান সুপারজায়ান্টস নিজেদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের নয়া দল তথা পাঞ্জাব এফসির বিপক্ষে। গতবারের মতো এবারও জামশেদপুর এফসির বিপক্ষে খেলেই নিজেদের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।

   

তবে এবারের এই টুর্নামেন্টের প্রথম লেগে অধিকাংশ ক্ষেত্রেই হোম ম্যাচ খেলতে হবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। এক্ষেত্রে ২৫ তারিখ প্রথম ম্যাচ খেলার পর কিছুদিন বিশ্রাম নিয়েই আগামী ৩০ তারিখ যুবভারতীর বুকেই আইএসএল জয়ী দল হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে হবে ক্লেটনদের। তারপর আবার ম্যাচ রয়েছে ২১ অক্টোবর। প্রতিপক্ষ মানালো মার্কেজের এফসি গোয়া।

এরপর সোজা নভেম্বর। ৪ঠা নভেম্বর আদ্রিয়ান লুনাদের কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। পাশাপাশি ডিসেম্বরে ও রয়েছে ঠাসা ম্যাচ সূচী। তাই সবদিক বিবেচনা করেই সিনিয়র ফুটবলারদের পাশাপাশি জুনিয়র দলের একাধিক ফুটবলারদের দলেকে আইএসএলের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে লাল-হলুদ শিবির।

আইএসএলের সেই ওয়েব সাইট অনুযায়ী ইমামি ইস্টবেঙ্গল দলের জুনিয়র ফুটবলারদের মধ্যে নাম রয়েছে অভিষেক কুঞ্জম, আমন সিকে, গোলরক্ষক আদিত্য পাত্র, রনিত সরকার, আরেক তারকা ফুটবলার জুলফিকার গাজী। উল্লেখ্য, এবারের এই কলকাতা লিগে এই তরুণ ফুটবলারদের উপর ভরসা রেখেই সুপার সিক্সে স্থান করে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তাই আগত আইএসএল মরশুমে বিনো জর্জের এই ভরসাযোগ্য ফুটবলারদের রিজার্ভে রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার এই প্রধান।