East Bengal : নীতুর সঙ্গে বিনোর করমর্দন, ক্লাব ঘুরে খুশি সন্তোষ জয়ী কোচ

সকাল সকাল ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) প্রবেশ করেছিলেন বিনো জর্জ। ঘুরে দেখেছেন ক্লাব। দেখা করেছেন খেলোয়াড় এবং কর্তাদের সঙ্গে। ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে…

nitu_bino

সকাল সকাল ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) প্রবেশ করেছিলেন বিনো জর্জ। ঘুরে দেখেছেন ক্লাব। দেখা করেছেন খেলোয়াড় এবং কর্তাদের সঙ্গে। ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন:Ritwik Das: বাঙালি মিডফিল্ডার ইস্টবেঙ্গল জার্সিতে

আসন্ন কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপের জন্য বিনো জর্জকে কোচ হিসেবে নিয়োগ করেছে ইস্টবেঙ্গল। শনিবার সকালে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে এসেছেন সন্তোষ ট্রফি জয়ী কোচ। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করেছেন লাল হলুদ ক্লাব কর্তারা। স্থানীয় ফুটবলাররাও এসেছেন ক্লাবে। তাঁদের কয়েকজনকে বিনো জর্জ চেনেন। সন্তোষ ট্রফিতে ভালো খেলা একাধিক ফুটবলার লাল হলুদ জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন।

আরও পড়ুন: East Bengal Club : সৌভিক চক্রবর্তীকে দলে নেওয়ার ব্যাপারে এগিয়েছে ইস্টবেঙ্গল

এখনও পর্যন্ত যা খবর, তাতে ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখার পর খুশি হয়েছেন বিনো জর্জ। খুশি হওয়ারই কথা। কারণ কলকাতার অন্যতম আধুনিক মোড়কে মোড়া ক্লাব হল ইস্টবেঙ্গল। অত্যাধুনিক সুযোগ-সুবিধা, ব্যবস্থা রয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবে। কোচ করমর্দন করেছেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে। আজই ফুটবলার এবং কর্তাদের সঙ্গে আলোচনা করার পর অনুশীলনের দিন ঠিক করা হতে পারে।

আরও পড়ুন: East Bengal Club : ইংল্যান্ডের জাতীয় দলে খেলা স্ট্রাইকারকে নিচ্ছে ইস্টবেঙ্গল!

আসন্ন ঘরোয়া টুর্নামেন্টের জন্য লাল হলুদ ব্রিগেডের কোচের দায়িত্বে থাকবেন কেরালার সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ। কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপের জন্য প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আগস্ট থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। ভালো ফল করতে হলে দ্রুত দল নিয়ে মাঠে নামতে হবে ক্লাবকে। শুরু করতে হবে অনুশীলন।

আরও পড়ুন: East Bengal Club : জল্পনার অবসান ঘটিয়ে আজই সুখবর দিতে পারে ইস্টবেঙ্গল

সমস্ত জট কাটিয়ে স্বাভাবিক ছন্দে চলার ইঙ্গিত দিচ্ছে ইমামি-ইস্টবেঙ্গল। সই সংবাদ কবে দেওয়া হবে সেই তারিখ ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতার নামী হোটলে থেকে ঘোষণা করা হবে দল ও কোম্পানির যৌথ সিদ্ধান্ত। সেখানে এক টেবিলে উপস্থিত থাকতে পারেন নতুন কোচ বিনো জর্জ। ইন্ডিয়ান সুপার লিগের জন্য কোচ করা হয়েছে স্টিফেন কন্সটান্টাইনকে। বিনো তখন দলের প্রধান কোচের সহকারী হতে পারেন।