Mamata Banerjee: চারদিন দিল্লিতে থাকবেন মমতা, মোদীর সঙ্গে বিশেষ বৈঠক

রাজ্য তুলকালাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার চলছে। প্রবল অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা…

রাজ্য তুলকালাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার চলছে। প্রবল অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইডি জেরায় উঠে এসেছে পার্থর সঙ্গে একাধিক দলীয় নেতা, বিধায়ক-সাংসদ ও মন্ত্রীর সংযোগ। পার্থবাবুর দাবি ষড়যন্ত্র চলেছে। বিরোধীদল বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক দিলীপ ঘোষ বলেছেন, বাকিদের নাম বলে দিন পার্থবাবু। তীব্র রাজনৈতিক ডামাডডোলের মাঝে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি সফর নিয়ে রাজনৈতিক কৌতুহল তুঙ্গে।

পিআইবি জানাচ্ছে, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা আগামী সপ্তাহে চার দিনের সফরে দিল্লি যাবেন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদাভাবে একটি বৈঠক হবে। ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া জানাবেন।

পিআইবি আরও জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই সফরের মধ্যেই শনিবার ৬ই আগষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটদানে বিরত থাকবে বলে আগেই জানিয়েছে।

বিজেপি বিরোধী শিবিরের কংগ্রেস, সিপিআইএম সহ বিভিন্ন দলের কটাক্ষ, উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ভোট না দিয়ে মোদী পক্ষের সুবিধা করছেন মমতা।

এদিকে এএসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে তত ইডি নজরে আসছে একের পর এক নথি ও বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে, জেরায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জি দুজনেই জেরবার হয়ে বহু তথ্য উগরে দিচ্ছেন।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী ও সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, সব কিছু জানতেন মুখ্যমন্ত্রী। তাঁকেই জেরা করলে তদন্ত সম্পূর্ণ হবে। পার্থ একজন চুনোপুঁটি।

পিআইবি জানাচ্ছে, দিল্লি সফরে মমতা নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গেও সৌজন্য সাক্ষাত করতে পারেন বলে মনে করা হচ্ছে। সোমবার ৮ই আগস্ট তাঁর কলকাতায় ফেরার কথা।