Bijay Chhetri: দক্ষিণ আমেরিকান ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন বিজয়

মার্চ মাসের শেষের দিকে জানা গিয়েছিল বিজয় ছেত্রী (Bijay Chhetri) যোগ দিচ্ছেন দক্ষিণ আমেরিকান ক্লাবে। আগামীকাল কোলোন ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে। ম্যাচ ডে স্কোয়াডে জায়গা…

Indian footballer Bijay Chhetri

মার্চ মাসের শেষের দিকে জানা গিয়েছিল বিজয় ছেত্রী (Bijay Chhetri) যোগ দিচ্ছেন দক্ষিণ আমেরিকান ক্লাবে। আগামীকাল কোলোন ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে। ম্যাচ ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন বিজয় ছেত্রী।

ডিফেন্স ‘জেনারেল’কে ধরে রাখল FC Goa

   

ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইন এফসির পক্ষ থেকে জানানো হয়েছিল বিজয়ের নতুন ক্লাবে যোগ দেওয়ার এই খবর। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের Colon Football Club-এ যোগ দিয়েছেন বিজয়। চেন্নাইন এফসি থেকে লোনে উরুগুয়ের কোলন ফুটবল ক্লাবে যুক্ত হয়েছেন ভারতের এই তরুণ প্রতিভা। চেন্নাইন এফসির তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছিল, ‘বিজয় ছেত্রী বছরের শেষ পর্যন্ত লোনে উরুগুয়ের সেগুন্ডা ডিভিশনের ক্লাব কোলন ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন।’

 

বিজয় ছেত্রী ভারতের উঠতি এক প্রতিভাবান ফুটবলার। তিন বছরের চুক্তিতে তিনি যুক্ত হয়েছেন চেন্নাইন এফসির সঙ্গে। রক্ষণভাগের ফুটবলার। জন্ম ২০০১ সালে। বয়স কম হলেও নিজের প্রতিভার জোরে ভারতের একাধিক নামী ক্লাবে ইতিমধ্যে খেলেছেন তিনি। চেন্নাইন এফসিতে সই করার আগে শ্রীনিদি ডেকান ফুটবল ক্লাব, রিয়াল কাশ্মীর এফসি, চেন্নাই সিটি এফসি, ইন্ডিয়ান অ্যারোজ, শিলং লাজং এফসির সঙ্গে যুক্ত ছিলেন বিজয় ছেত্রী।

Jiten Murmu: নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন জিতেন মুর্মু

আগামীকাল কোলোন ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে। বিজয়কে মাঠে নামানো হয় কি না এখন সেটাই দেখার বিষয়।