AFC Asian Cup: প্যালেস্তাইনের স্বপ্নের দৌড় থামাল কাতার

এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর ( Asian Cup 2023) আয়োজক কাতার সোমবার আল বাইত স্টেডিয়ামে প্যালেস্তাইনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ওডে দাব্বাগ সফরকারীদের…

Qatar Advances to AFC Asian Cup Quarter-Finals with 2-1 Win Over Palestine

এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর ( Asian Cup 2023) আয়োজক কাতার সোমবার আল বাইত স্টেডিয়ামে প্যালেস্তাইনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

ওডে দাব্বাগ সফরকারীদের হয়ে গোলের খাতা খুললেও দুই অর্ধে অধিনায়ক হাসান আল-হায়দোস ও আকরাম আফিফের গোলে ম্যাচে লিড পেয়ে গিয়েছিল কাতার। টুর্নামেন্টের গত আসরের অন্যতম সেরা খেলোয়াড় আফিফ প্রথমার্ধের স্টপেজ টাইমে কর্নার কিক থেকে প্রথম গোলে সহায়তা করার পাশাপাশি দুটি গোলের ক্ষেত্রেই অবদান রেখেছিলেন। চীনের বিপক্ষে ম্যাচের মতোই হায়দোসের সঙ্গে জুটি বেঁধে সমতাসূচক গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে আফিফ ২০ গজ দূর থেকে ফ্রি-কিক নিয়ে তার দ্বিতীয় গোল করার চেষ্টা করেছিলেন। ডিফেন্সিভ অয়েল পেরিয়ে তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

অন্য একটি ক্ষেত্রে গোলরক্ষক রামি হামাদা আত্মবিশ্বাসী সেভ করে বক্সের প্রান্ত থেকে আব্দুল আজিজ হাতেমের প্রয়াস থেকে কাতারকে তৃতীয় গোল থেকে বঞ্চিত করেন। এবং অন্য প্রান্তে ইসলাম বাত্রান দূর থেকে গোলের ঠিকানা খুঁজে নিতে চাইলেও কাতারের পক্ষে ২-১ স্কোরলাইনের কোনো বদল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে আলমোয়েজ আলীকে ফাউল করলে স্পট কিক থেকে সুযোগ পায় কাতার। হায়দোসের পেনাল্টি নেওয়ার কথা ছিল, তবে তিনি আফিফকে কিক করতে বলেন। আফিফ সহজেই প্রাপ্ত সুযোগকে গোলে রূপান্তরিত করেছিলেন। শেষ আটে উজবেকিস্তান অথবা থাইল্যান্ডের মুখোমুখি হবে টিনটিন মার্কেজের দল।