Nisith Pramanik: বিজেপি সমর্থকরা বলছেন ‘তৃণমূল জিন্দাবাদ’, নিশীথের দলত্যাগ গুঞ্জন

বাম আমলে তৃ়নমূল নেতা হয়েছিলেন। তখন দুটি চুরির মামলায় অভিযুক্ত নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)  পরে বিজেপিতে যান। অমিত শাহর সহকারী মন্ত্রী ছিলেন। এখন কোনদিকে নিশীথ?…

বাম আমলে তৃ়নমূল নেতা হয়েছিলেন। তখন দুটি চুরির মামলায় অভিযুক্ত নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)  পরে বিজেপিতে যান। অমিত শাহর সহকারী মন্ত্রী ছিলেন। এখন কোনদিকে নিশীথ?

নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসায় ফের গরম কোচবিহার। বিজেপির পরাজয়ের পর উত্তরবঙ্গের এই চরম সাংঘর্ষিক জেলায় চলছে দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরছেন যারা তাদের মুখে মুখে রটছে এবার নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)  দলত্যাগ করবেন। পরাজিত নিশীথের নীরবতায় সেই গুঞ্জন আরও জমাট হচ্ছে।

   

গত লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে নিশীথ জয়ী হন। তাঁকে মোদীর মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়। অমিত শাহর সহকারি হিসেবে নিশীথ স্বরাষ্ট্র মন্ত্রকে ঢুকে পড়েন। তবে নিশীথ প্রামাণিককে বারবার দেখা গেছিল কোচবিহারে তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে সামনে রেখে নিশীথকে রুখতে মরিয়া ছিল তৃণমূল। এবারের লোকসভা ভোটের ফলে উদয়ন পাশ করলেন। নিশীথ ফেল করেছেন।

ফল ঘোষণার দিন নিশীথ প্রামাণিককে দেখা গেছিল। গণনা কেন্দ্রে ‘তৃণমূল জিন্দাবাদ’ ও ‘জয় বাংলা’ যত জোরদার হয়েছে ততই ক্ষীণ হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। আর এখন রাম ভুলেছেন নিচুতলার বিজেপি সমর্থকরা। খোদ নিশীথ প্রামাণিকের নিজের এলাকায় ভেটাগুড়িতে বিজেপি পরাজিত। 

হারলেও নিশীথকে ভোটের ময়দানে রাখতে চায় বঙ্গ বিজেপি। আগামী ২০২৬ বিধানসভা ভোটে নিশীথেই বাজি রাখবে বলছেন জেলা বিজেপি নেতাদের একাংশ। তবে নিশীথ নীরব। এই নীরবতা দলত্যাগ সম্ভাবনা বাড়িয়ে তুলছে।

দিনহাটার ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ছিলেন নিশীথ প্রামাণিক। বামফ্রন্ট আমলে ২০০৯ সালে দুটি সোনার দোকানে চুরির মামলায় অভিযোগপত্রে নাম আছে। এই মামলার সময় তিনি তৃ়ণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। কোচবিহার থেকে জয়ী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হন।